বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik Syllabus changes suggestion: মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন করা হোক, পরামর্শ বিচারপতি বসুর, করলেন উদ্বেগ প্রকাশ

Madhyamik Syllabus changes suggestion: মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন করা হোক, পরামর্শ বিচারপতি বসুর, করলেন উদ্বেগ প্রকাশ

বৃহস্পতিবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Madhyamik Syllabus changes suggestion: বিচারপতি বিশ্বজিৎ বসু উদাহরণ দিয়ে জানান, আগের থেকে পশ্চিমবঙ্গে পড়াশোনার মান পড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে মাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন করা উচিত বলে জানান বিচারপতি বসু। সেইসঙ্গে কেন এবার মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা কমে গিয়েছে, তা খতিয়ে দেখার পরামর্শ দেন।

পশ্চিমবঙ্গে মাধ্যমিকের পাঠ্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার একটি মামলার শুনানিতে বিচারপতি বসু উদাহরণ দিয়ে জানান, আগের থেকে পশ্চিমবঙ্গে পড়াশোনার মান পড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে মাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন করা উচিত বলে জানান বিচারপতি বসু। সেইসঙ্গে কেন এবার মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা কমে গিয়েছে, তা খতিয়ে দেখার পরামর্শ দেন। 

বুধবার একটি মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি বসু জানতে চান, পশ্চিমবঙ্গের মাধ্যমিকের পাঠ্যক্রম শেষবার কখন পরিবর্তন হয়েছিল? সেই রেশ ধরেই বিচারপতি বসু মন্তব্য করেন, শিক্ষক নিয়োগ তো করা হচ্ছে। কিন্তু কাদের পড়াবেন তাঁরা? মাধ্যমিকে তো পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। সেই পরিস্থিতিতে অবিলম্বে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন নিয়ে অবিলম্বে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন বিচারপতি বসু। বিশেষত এবার মাধ্যমিকে কেন পড়ুয়ার সংখ্যা চার লাখ কমে গিয়েছে, তাও বিস্তারিতভাবে খতিয়ে দেখার পরামর্শ দেন।

আরও পড়ুন: Additional train Stoppages for Madhyamik 2023 - মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে একাধিক অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে একগুচ্ছ ট্রেন

এমনিতে এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে চার লাখ। গতবার যেখানে ১১ লাখ পড়ুয়া মাধ্যমিক দিয়েছিল, এবার সেই সংখ্যাটা দাঁড়িয়েছে সাত লাখ (নাম নথিভুক্ত করেছিল প্রায় নয় লাখ পড়ুয়া)। অন্যদিকে, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লাখ। গতবারের থেকে সেই সংখ্যাটা বেড়েছে। কিন্তু সেরকম হল? তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের যুক্তি, করোনাভাইরাস মহামারীর কারণে অফলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা ছিল। তার জেরে ধাক্কা খেয়েছে শিক্ষাব্যবস্থা। অনেকের পড়াশোনা তথা মাধ্যমিকের প্রস্তুতিতে ঘাটতি থেকে গিয়েছে। সেই পরিস্থিতিতে অনেকেই মাধ্যমিক পরীক্ষা না দেওয়ার পথে হেঁটেছে বলে যুক্তি দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের।

আরও পড়ুন: Madhyamik 2023: মাধ্যমিকের কন্ট্রোল রুম খুলল পর্ষদ, হেল্পলাইন নম্বরগুলো জানুন

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি

  • ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম পত্র।
  • ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় পত্র।
  • ২৫ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল।
  • ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবনবিজ্ঞান।
  • ১ মার্চ (বুধবার): ইতিহাস।
  • ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক।
  • ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।
  • ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।
  • ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।
  • ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন