ট্যাব জালিয়াতি কাণ্ডে রোজই চলছে পুলিশের ধরপাকড়। প্রতারকদের চিহ্নিত করে হাজতে পুরছে পুলিশ। তারই মধ্যে এল আরেক চাঞ্চল্যকর খবর। অভিযোগ, মালদায় ট্যাব জালিয়াতিতে গ্রেফতার ৫ জনের বাড়িতে ফোন করে জামিন করিয়ে দেওয়ার নামে টাকা চেয়েছে কেউ বা কারা। টাকা না দিলে অভিযুক্তদের ৬ বছরের কারাবাসের সাজা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ফোনে।
ট্যাব কাণ্ডে মালদা থেকে এখনও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মূলত বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ধৃতদের ৫ জনের পরিবারের কাছে ফোন করে কেউ বা কারা। ফোন এসেছিল ৯০৩৮৪৭১৫৭১ নম্বর থেকে। প্রত্যেককেই ফোন করে ওপার থেকে নিজেকে আইনজীবী বলে পরিচয় দেন এক ব্যক্তি। নিজেকে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে দাবি করেন তিনি। ফোনে তিনি দাবি করেন অভিযুক্তদের জামিন করাতে এখুনি পাঠাতে হবে ২০ হাজার টাকা। টাকা পাঠালে ১০ মিনিটের মধ্যে জামিন হবে অভিযুক্তের। নইলে ৬ বছরের কারাবাস হবে অভিযুক্তদের। বারবার ফোন করে এই কথা বলতে থাকেন ফোনের ওপারে থাকা ব্যক্তি। ফোন পেয়ে বিভ্রান্ত হয়ে যান ধৃতদের পরিবারের সদস্যরা। পুলিশকে ফোন করে বিষয়টি জানান তাঁদের অনেকে।
প্রশ্ন উঠছে, ট্যাব কাণ্ডে যারা গ্রেফতার হয়েছে তাদের পরিবারের সদস্যদের ফোন নম্বর কী করে পৌঁছন কোনও আইনজীবীর কাছে? তাও আবার মালদা জেলা ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরে? তবে কি প্রতারকদের সঙ্গে প্রচারণার চেষ্টা হয়েছে? এব্যাপারে পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর থেকে আতঙ্ক আরও বেড়েছে ধৃতদের পরিবারের সদস্যদের।