Cancelled Trains in West Bengal: একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব রেল, দেখে নিন পুরো তালিকা
1 মিনিটে পড়ুন . Updated: 11 Jan 2022, 07:18 PM IST- কোভিডের বাড়বাড়ন্তের কারণে দূরপাল্লার একাধিক ট্রেনে হ্রাস পেয়েছে যাত্রী সংখ্যা।
কোভিডের বাড়বাড়ন্তের কারণে দূরপাল্লার একাধিক ট্রেনে হ্রাস পেয়েছে যাত্রী সংখ্যা।সেই পরিস্থিতিতে একাধিক স্পেশাল ট্রেন বাতিল করল পূর্ব রেল।
এই ট্রেনগুলি হল-
১) ০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল: আগামিকাল (১২ জানুয়ারি) হাওড়া-নিউ জলপাইগুড়িগামী ট্রেন বাতিল থাকবে।
২) ০২৩০৮ নিউ জলপাইগুড়ি- হাওড়া স্পেশাল: আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নিউ জলপাইগুড়ি-হাওড়াগামী স্পেশাল ট্রেন বাতিল থাকবে।
৩) ০৩৭৫১ শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি স্পেশাল: আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাতিল থাকবে।
৪) ০৩৭৫২ নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ স্পেশাল: নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ ট্রেন আগামী শুক্রবার (১৪ জানুয়ারি) বাতিল থাকবে।
শুধুমাত্র ওই নির্দিষ্ট দিনেই স্পেশাল ট্রেনগুলির একটি ট্রিপ বাতিল থাকবে বলে রেলের এক আধিকারিক জানিয়েছেন।