Cancelled Trains in West Bengal: হাওড়া, শালিমার, খড়্গপুরের মতো স্টেশন থেকে ছাড়ত, বুধবার বাতিল থাকবে ১৬ ট্রেন
1 মিনিটে পড়ুন . Updated: 01 Feb 2022, 10:36 PM IST- দেখে নিন তালিকা।
কাজ চলছে হিজলি স্টেশনে। সেজন্য বুধবার ১৬ টি দূরপাল্লার বাতিল করে দিয়েছে ভারতীয় রেল। হাওড়া, শালিমার, খড়্গপুরের মতো স্টেশন থেকে সেই ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নিন সেই তালিকা -
১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।
১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর।
১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া।
১৮০৩৭ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর জংশন।
১৮০৩৮ খড়্গপুর জংশন-জাজপুর কেওনঝড় রোড।
১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ।
১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার।
২২৮৫৪ বিশাখাপত্তনম-শালিমার।
১২৮৮১ শালিমার-পুরী।
১২৮৮২ পুরী-শালিমার।
১২২৪৫ হাওড়া-যশবন্তপুর।
১২২৪৬ যশবন্তপুর-হাওড়া।
২২৮৩৫ শালিমার-পুরী।
২২৬০৬ ভিল্লুপুরম-পুরুলিয়া জংশন।
১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।