স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে খুনের অভিযোগ। ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামের ঘটনা। নিহতের নাম উম্মে হানি। তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামী রবিউলের বিরুদ্ধে। রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, ৮ বছর আগে রবিউল ও উম্মে হানির বিয়ে হয়। দম্পতির ২ সন্তান রয়েছে। সম্প্রতি পরকিয়ায় জড়ান রবিউল। প্রতিবাদ করেন উম্মে হানি। এর জেরে দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়।
শুক্রবার স্ত্রীকে শ্বাসরোধ করে বাড়ি ছেড়ে পালায় রবিউল। ওদিকে মা-কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করে দেয় ২ সন্তান। তাদের কান্না শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এর পর তাঁরাই খবর দেন পুলিশে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রবিউলের পরকীয়ার খবর কারও অজানা ছিল না। এই নিয়ে স্ত্রীর সঙ্গে তার বিবাদ চলছিল। স্বামী - স্ত্রীর কলহে সব সময় কথা বলা যায় না। তাই আমরা চুপ ছিলাম। কিন্তু ও যে স্ত্রী খুন করবে সেটা কেউ ভাবতে পারেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। রাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করে রবিউলকে। ওদিকে মা-কে খুনের অপরাধে বাবার গ্রেফতারির পর কার্যত অনাথ শিশুদুটি।