বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Independence Day: স্বাধীনতার ৭৫ বছরে নতুন স্টেশন পেল ক্যানিং, ‘‌মাতলা হল্ট’‌ নয়া নামকরণ

Independence Day: স্বাধীনতার ৭৫ বছরে নতুন স্টেশন পেল ক্যানিং, ‘‌মাতলা হল্ট’‌ নয়া নামকরণ

এই স্টেশনের নাম মাতলা হল্ট।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন এখানে নতুন স্টেশনের দাবি তোলেন স্থানীয় মানুষজন। সেই দাবি মেনে নিয়ে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। প্রায় এক যুগ কেটে যাওয়ার পর রেলের পক্ষ থেকে নতুন নাম করা হল। 

আজ, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হচ্ছে দেশজুড়ে। তার মধ্যেই নতুন স্টেশন পেল ক্যানিংবাসী। ১৫ অগস্ট উদ্বোধন হল ক্যানিংয়ের নতুন স্টেশন। এই স্টেশনের নাম মাতলা হল্ট। মাতলা নদী এখান দিয়ে বয়ে গিয়েছে বলেই ক্যানিংয়ের নতুন স্টেশনের নামকরণ মাতলা হল্ট করা হয়েছে। এই স্টেশনকে আগে চাঁদখালি হল্ট বলেই স্থানীয় বাসিন্দারা উচ্চারণ করতেন। তারই আজ নাম বদলে হল মাতলা হল্ট। রেলের পক্ষ থেকে এমনই সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।

ঠিক কী ঘটেছে ক্যানিংয়ে?‌ স্থানীয় সূত্রে খবর, ক্যানিং দিয়ে বয়ে গিয়েছে মাতলা নদী। এটি খুব ভয়ঙ্কর নদী বলেই কথিত আছে। কারণ মাতলার রূপ এতটাই ভয়ঙ্কর যে, এই নদী স্থান পেয়েছে ইতিহাসের পাতাতেও। ব্রিটিশ আমলে এই মাতলা নদী দিয়েই গড়ে উঠেছিল বাণিজ্য নগরী ক্যানিং। রাইস মিল, বন্দর মাতলা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এখন অবশ্য হারিয়ে গিয়েছে মাতলার গভীরতা। তবে ঐতিহাসিক মাতলা নদীকেই এবার রেলস্টেশনের নামকরণ করল রেল কর্তৃপক্ষ। শিয়ালদা দক্ষিণ শাখার শেষ স্টেশন ক্যানিং। আর তার আগের স্টেশন তালদি। মাঝখানে নতুন স্টেশনের নামকরণ করা হল মাতলা হল্ট। ক্যানিং থেকে ৪ কিলোমিটার এবং তালদি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নতুন স্টেশন।

আর কী জানা যাচ্ছে?‌ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন এখানে নতুন স্টেশনের দাবি তোলেন স্থানীয় মানুষজন। সেই দাবি মেনে নিয়ে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। প্রায় এক যুগ কেটে যাওয়ার পর রেলের পক্ষ থেকে নতুন নাম করা হল। এখন থেকে মাতলা হল্ট নামে স্টেশনটি মানুষের কাছে উঠে আসবে।

ঠিক কী বলছেন বিধায়ক?‌ এই নতুন স্টেশনের বিষয়ে ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাস বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার যখন রাজ্যে নতুন কোনও স্টেশনের কাজ করে, তখন রাজ্যের কাছ থেকে কিছু নামের প্রস্তাব চাওয়া হয়। তখন মাতলা নামটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মাতলা নদীর নাম যেহেতু ঐতিহাসিক তাই স্টেশনের নাম মাতলা হল্ট করা হয়েছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ফাঁস গম্ভীর-রোহিতের টপ সিক্রেট! ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি, বুমরাহর সঙ্গে ইনস্টাগ্রামে মজা সূর্যর নায়েব-ই হলেন হরিয়ানায় বিজেপি-র CM মুখ, ভিজের দাবি খারিজ করে বললেন প্রধান কুণাল-দেবাংশুর যৌথ আক্রমণ টলি অভিনেত্রীকে! একজন বানাল বৌমা, অন্য জন ‘দজ্জাল’ অপেক্ষা আর কয়েক ঘণ্টা, বদলে যাবে আবহাওয়া, থামবে নাগাড়ে বৃষ্টি, আকাশ ভরবে তারায় সোমবার বিকেলে কালীঘাটে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান, চিঠি মুখ্যসচিবের এবারও রেড রোডে কার্নিভাল হবে, দুর্গাপুজো নিয়ে ফ্রন্টফুটে রাজ্য সরকার সাত সকালে তপসিয়ায় অ্যালুমিনিয়ামের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক এলাকায় চার পুলিশ অফিসারকে সমন পাঠাল সিবিআই, ‘‌বৃহত্তর ষড়যন্ত্রে’‌ কারা?‌ নয়া মোড় তদন্তে কাকদ্বীপ হাসপাতালে মানবিকতার ছোঁয়া, ৮০০ প্রসূতির প্রসব, কলকাতায় কর্মবিরতির জের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.