বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Accident: পর্যটনের ভরা মরসুমে কার্শিয়াংয়ে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল গাড়ি, মৃত ৩

Accident: পর্যটনের ভরা মরসুমে কার্শিয়াংয়ে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ল গাড়ি, মৃত ৩

কার্শিয়াংয়ে ভয়াবহ দুর্ঘটনা।

বর্তমানে পাহাড়ে পর্যটনের ভরা মরসুম। সিপাহীধুরা চা বাগান সংলগ্ন এলাকায় একাধিক হোমস্টেও রয়েছে। সেক্ষেত্রে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে পর্যটকদের মধ্য়েও আতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পাহাড়ি রাস্তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানো দরকার। 

কার্শিয়াংয়ে ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের সিপাহিধুরার কাছে খাদে পড়ল গাড়ি। তার জেরে অন্তত ৩জনের মৃত্য়ু হয়েছে। আহত হয়েছেন ৪জন। স্থানীয় সূত্রে খবর, চালক সহ গাড়িটিতে ৭জন ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। পাথরে মাথায় আঘাত লেগেছে কয়েকজনের।

এদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। এরপর পুলিশ ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে আসে। স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনই দার্জিলিং ও কালিম্পংয়ের বাসিন্দা। আহতদের উদ্ধার করে কার্শিয়াংয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত নিয়ন্ত্রণ রাখতে না পেরেই গাড়়িটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরেই রাস্তায় যানজট তৈরি হয়। পরে কার্শিয়াং থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে বর্তমানে পাহাড়ে পর্যটনের ভরা মরসুম। সিপাহীধুরা চা বাগান সংলগ্ন এলাকায় একাধিক হোমস্টেও রয়েছে। সেক্ষেত্রে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে পর্যটকদের মধ্য়েও আতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পাহাড়ি রাস্তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানো দরকার। না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। সেক্ষেত্রে সতর্ক হওয়া দরকার।

বন্ধ করুন