বিজেপি বিধায়কের একাধিক বৈবাহিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা ইতিমধ্যেই রাজ্য–রাজনীতিতে জায়গা পেয়েছে। যদিও ‘দ্বিতীয় বিয়ে’ অস্বীকার করেছেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ‘নতুন স্ত্রী’-র প্রশংসায় পঞ্চমুখ গাড়িচালক কৃষ্ণ কুণ্ডু। তাঁর অভিযোগ, প্রথম স্বামী ভুল পথে নিয়ে যাচ্ছেন চন্দনাকে।
ঠিক কী নিয়ে এত চর্চা? কৃষ্ণের স্ত্রী'র দাবি গত সপ্তাহে স্বামী, সন্তানকে ছেড়ে গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে বিয়ে করেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা। তা নিয়েই জোর চর্চা চলছে। তৎক্ষণাৎ বিয়ের বিষয়টি অস্বীকার করেন বিধায়ক। এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে পড়েন চন্দনার ‘দ্বিতীয় স্বামী’ তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডু। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়েই কৃষ্ণ বলেন, ‘চন্দনা খুব ভালো মেয়ে। ওকে ভুল বোঝানো হচ্ছে।’
এই মন্তব্যের পর থেকেই জেলায় ছদ্মবেশি সিনেমার গান গাইতে শুরু করেছেন অনেকে। আর তা হল— ‘ভদ্দর ঘর কি লেরকি ভাগে ডিরাইভার কে সাথ।’ এমনকী ফেসবুক পোস্টে চন্দনার প্রথম স্বামী তথা বিজেপির মণ্ডল সভাপতি শ্রাবণ ও ছাতনার বিধায়ককে তুলোধনা করলেন কৃষ্ণ। তিনি লেখেন, ‘ছাতনা বিধানসভার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে বলেছে। আমি জেলা সভাপতিকে জানাই, দাদা আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত হচ্ছে। শালতোড়ায় সংগঠন বলে কিছু নেই, সব শেষ করে দিয়েছে।’