বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পথ দুর্ঘটনার কবলে গায়ক সুরজিতের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন গায়ক

পথ দুর্ঘটনার কবলে গায়ক সুরজিতের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন গায়ক

সুরজিৎ চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। নিজস্ব ছবি।

গাড়িতে অবশ্য সুরজিৎ চট্টোপাধ্যায় ছিলেন না। ফলে তিনিও বরাতজোরে রক্ষা পেয়েছেন। 

এবার পথ দুর্ঘটনার কবলে পড়ল ‘গাড়ি সিগন্যাল মানে না’ খ্যাত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি। আজ বুধবার ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সুরজিৎ চট্টোপাধ্যায়ের গানের সরঞ্জাম বোঝাই টাটা সুমো । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ২ নম্বর জাতীয় সড়কে । যদিও ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে গানের সরঞ্জাম ভর্তি টাটা সুমোর বেশ কিছুটা ক্ষতি হয়েছে। ওই গাড়িতে অবশ্য সুরজিৎ চট্টোপাধ্যায় ছিলেন না। ফলে তিনিও বরাতজোরে রক্ষা পেয়েছেন।

সূত্রের খবর, বুধবার বাঁকুড়ার ইন্দাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গায়ক। তার পিছনের টাটা সুমোতে ছিল ‘সুরজিৎ ও বন্ধুরা’ ব্যান্ডের সামগ্রী। ওই গাড়িতে ছিলেন শুধু চালক। শক্তিনগরে জাতীয় সড়কে আসার পরেই গানের সরঞ্জামবোঝাই ওই টাটা সুমোকে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনায় টাটা সুমোর ডান দিকের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে, খবর পাওয়ার পরেই শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক এবং ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনার জেরে তখন অন্য গাড়িতে করে গানের সরঞ্জামগুলি গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়। তবে সকলেই সুস্থ রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে দোল উৎসবের দিন থেকে টানা দু'দিন পথ দুর্ঘটনা ঘটেছে। যার ফলে বেশ কয় জনের মৃত্যু হয়েছে যার মধ্যে দুজন ছিলেন পুলিশকর্মীও। লাগাতার পথ দুর্ঘটনা রুখতে বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে পুলিশ। তারপরেও পথ দুর্ঘটনা অব্যাহত রয়েছে।

বন্ধ করুন