স্বাধীনতা দিবস উপলক্ষে ঘুরতে বেড়িয়ে আর বাড়ি ফেরা হল না ৪ বন্ধুর। পাহাড়ের রাস্তা থেকে ছিটকে তাঁদের গাড়ি পড়ে যায় গভীর খাদে। শনিবার রাতে কার্শিয়াং থেকে শিলিগুড়ি ফেরার পথে দার্জিলিং জেলায় দুর্ঘটনাটি ঘটে। রবিবার রাতে দুটি দেহ উদ্ধার হয়। অন্য দুটি দেহের খোঁজ মেলে সোমবার সকালে। এদিন দুপুর পর্যন্ত তাঁদের সঙ্গে থাকা আর এক যুবকের খোঁজ পায়নি পুলিশ। তল্লাশি চলছে।
উদ্ধারকারী পুলিশ জানিয়েছে, ৩ কলেজ পড়ুয়া–সহ ওই ৫ বন্ধু স্বাধীনতা দিবস উদ্যাপন করতে শিলিগুড়ি থেকে কার্শিয়াং ঘুরতে গিয়েছিলেন। মৃত ৪ জনের নাম হল বিক্রম দাস, সুব্রত দাস, ঋষভ দাস এবং অভ্রনীল কুণ্ডু। নিখোঁজ আর এক যুবকের নাম রাজ সিং।
ছেলের খোঁজ না পেয়ে রবিবারই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ঋষভের বাবা শেখর দাস। কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন দাস জানান, ওই ৫ যুবকের বাড়ি শিলিগুড়ির রথখোলা এবং এনটিএস মোড় এলাকায়। শনিবার রাতে শিলিগুড়ি ফেরার পথে কার্গিল ধারার কাছে রোহিনী রোডে দুর্ঘটনাটি ঘটে। রাস্তা থেকে প্রায় ৩০০ ফুট নীচে ৪টি দেহ পাওয়া গিয়েছে। আর একজনের খোঁজ চলছে।