গরুপাচারকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় ১.৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মঙ্গলবার ইডির তরফে একথা জানানো হয়েছে। সায়গল ও তাঁর পরিবারের ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গিয়েছে।
গরুপাচারকাণ্ডে যুক্ত অভিযোগে ২০২০ সালের সেপ্টেম্বরে সায়গলকে গ্রেফতার করেছিল ইডি। চলতি বছর তাকে দিল্লি নিয়ে যান গোয়েন্দারা। তার পর থেকে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ঠিকানা দিল্লির তিহাড় জেল। এর মধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডলও। তবে তাঁকে এখনো হেফাজতে পায়নি ইডি।
ইডির তরফে মণ্ডলবার জানানো হয়েছে, সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। যার মোট মূল্য ১ কোটি ৫৮ লক্ষ ৪৭ হাজার ৪৯০ টাকা। গরুপাচারের টাকায় এই সম্পত্তিগুলি কেনা হয়েছিল বলে জানিয়েছিলেন গোয়েন্দারা। গরুপাচারকাণ্ডের তদন্তে ইডি এখনো পর্যন্ত ২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডির গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, অনুব্রতর টাকায় বীরভূম ও মুর্শিদাবাদে বিপুল সম্পত্তি কিনেছিলেন সায়গল। যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। কী করে একজন পুলিশ কন্সটেবলের এই বিপুল সম্পত্তি হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে।