বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গরু চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল চোরের দল, গণপিটুনিতে মৃত ১
হাতেনাতে গরুচোর ধরে চলল গণপিটুনি। মারের চোটে প্রাণ গেল গোরুচোরের। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকার কোদালিয়া গ্রামের ঘটনা। প্রাথমিক ভাবে নিহতের নাম জুলু বলে জানা গিয়েছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হরিণডাঙা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া গ্রামে গরু চুরি করতে আসে একদল যুবক। গাড়ি নিয়ে রীতিমতো আয়োজন করে এক ব্যক্তির বাড়িতে ঢোকে তারা। গাড়ি রাখা ছিল বাড়ির সামনে রাস্তায়। তখন সেখান দিয়ে বাড়ি ফিরছিলেন এক সিভিক ভলান্টিয়ার। গরু গাড়িতে তুলতে দেখে চিৎকার শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বেরিয়ে এসে চোরেদের ঘিরে ফেলে। বাকিরা পালিয়ে গেলেও ১ জনকে ধরে ফেলেন তাঁরা। এর পর শুরু হয় মার।
মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে পৌঁছয় ফলতা থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ডায়মন্ত হারবার মেডিক্যাল কলেজে।