রামপুরহাট গণহত্যার তদন্তে মুম্বই থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনার তদন্তে এই প্রথম কাউকে গ্রেফতার করল তারা। ধৃতদের মধ্যে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখ নামে ২ জন। তারা অভিযুক্ত লালন শেখের অন্যতম সহযোগী বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রের খবর, তাদের করা FIR-এ নাম রয়েছে এই বাপ্পা শেখ ও সাবু শেখের। ২১ মার্চ রাতে সোনা শেখের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যুক্ত সে। ঘটনার পরদিনই রামপুরহাট ছাড়ে ধৃতরা। এর পর মুম্বইয়ে কর্মরত গ্রামের যুবকদের সাহায্যে মুম্বইয়ে হাজির হয় তারা। মোবাইলের টাওয়ার ট্র্যাক করে তাদের নাগাল পায় সিবিআই।
গোয়েন্দা সংস্থা সূত্রে জানানো হয়েছে, ধৃতদের আজ মুম্বইয়ের আদালতে পেশ করে ট্রানজিট রিম্যান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার তাদের রামপুরহাটে আনা হতে পারে।
রামপুরহাট গণহত্যার তদন্তে এই প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই। এর আগে সবাইকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। পরে সিবিআইকে হস্তান্তর করে তারা। এদিনের গ্রেফতারির ফলে রামপুরহাট গণহত্যার অনেক জট কাটবে বলে আশাবাদী গোয়েন্দারা।