বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Moloy Ghatak: মলয় ঘটকের লকারের চাবি বাজেয়াপ্ত করেছিল সিবিআই, ফিরিয়ে দিতে নির্দেশ দিল আদালত

Moloy Ghatak: মলয় ঘটকের লকারের চাবি বাজেয়াপ্ত করেছিল সিবিআই, ফিরিয়ে দিতে নির্দেশ দিল আদালত

মলয় ঘটক।

এই লকারের চাবি ফিরিয়ে দেওয়ার জন্য মন্ত্রী মলয় ঘটকের আইনজীবী সওয়াল করেছিল। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত সেই আবেদন দেখেছিল। আর সেই আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার বিচারপতি রাজেশ চক্রবর্তী চাবিগুলি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লা পাচার কাণ্ডে বারবার আইনমন্ত্রী মলয় ঘটককে একাধিকবার তলব করেছিল সিবিআই। এমনকী হঠাৎ তাঁর বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। আর তদন্ত করতে এসে বাড়ির তিনটি লকারের চাবি নিয়ে গিয়েছিল সিবিআই। এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির তিনটি লকারের চাবি ফিরিয়ে দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিল সিবিআই আদালত।

ঠিক কী ঘটেছিল মলয় ঘটকের সঙ্গে?‌ গত ৭ সেপ্টেম্বর কয়লা পাচার মামলার তদন্তে নেমে মোট ৬টি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। আর তল্লাশির সময় বাড়িতে ছিলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। যদিও তাঁর বাড়ি থেকেও বিশেষ কিছু পাওয়া যায়নি। তখন তাঁর বাড়ি থেকে তিনটি লকারের চাবি এবং তিনটি মোবাইল ফোন নিয়ে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। সেটাই এবার ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছে আদালতে?‌ সিবিআই অফিসাররা তিনটি লকারের চাবি নিয়ে গিয়েছিলেন। তারপর আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে একটি রিপোর্ট জমা দেন তাঁরা। সেখানে রাজ্যের আইনমন্ত্রীর বাড়ি থেকে পাওয়া সিজার লিস্ট জমা দেওয়া হয়। সেখানে দেখা যায়, মলয় ঘটকের বাড়ি তিনটি লকারের চাবি ও মোবাইল ফোনের উল্লেখ রয়েছে। সেগুলি ফিরিয়ে দিতে নির্দেশ দেয় আদালত।

আর কী জানা যাচ্ছে?‌ এই লকারের চাবি ফিরিয়ে দেওয়ার জন্য মন্ত্রী মলয় ঘটকের আইনজীবী সওয়াল করেছিল। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত সেই আবেদন দেখেছিল। আর সেই আবেদনের ভিত্তিতে আজ, শুক্রবার বিচারপতি রাজেশ চক্রবর্তী চাবিগুলি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চাবি ফেরত দেওয়া নিয়ে সিবিআই কোনও আপত্তি তোলেনি।

বন্ধ করুন