পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নী–জামাই প্রসন্নকুমার রায়কে গ্রেফতার করেছে সিবিআই। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রসন্নকুমার। গ্রেফতারের পর বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে দাবি, প্রসন্নকুমারের একাধিক ফ্ল্যাটের মধ্যে রয়েছে আইডিয়াল ভিলা, হাওড়ায় চলন্তিকা হোটেল–সহ নানা সম্পত্তি। হাওড়ার গাদিয়াড়ায় রিসর্ট পেয়েছে সিবিআই। আবার টাইলস কারখানার খোঁজ মিলল তাঁর নামে।
ঠিক কী তথ্য পেয়েছে সিবিআই? সিবিআই সূত্রে খবর, এই প্রসন্নকুমার ২০১৫–১৬ সালে বাগনানে ১২ কোটি টাকা দিয়ে এই টাইলস কারখানা কেনেন। ওই কারখানাটি ৩০ বিঘা জমির উপর তৈরি। আগে কারখানাটি অন্য একটি কোম্পানির নামে ছিল। তখন মালিক ছিলেন অমিত অগরওয়াল। প্রসন্ন রায় এটা কেনার পর নাম দেন থালেসা টাইলস। এখানে মোট চারবার এই কারখানায় এসেছিলেন তিনি।
আর কী জানা যাচ্ছে? সিবিআই কিছু নথি থেকে জানতে পেরেছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফিল্মি যোগ আগেই পেয়েছিল ইডি। তিনি বাংলার একজন অভিনেত্রী। এবার ফিল্মি যোগ পাওয়া গিয়েছে প্রসন্নকুমার রায়ের। একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে ধৃত দুই মিডলম্যান। তার মধ্যে একজন প্রসন্নকুমার রায়।
কে কী বলছেন প্রসন্নকুমার সম্পর্কে? কারখানার নিরাপত্তারক্ষী বলেন, ‘আমি তিনমাস এখানে কাজ করি। মালিক কে জানি না।’ নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, ‘কারখানার মালিকের নাম জানা নেই। তবে সন্দীপ ভাই এখানে আসেন। তিনি ডিলিং করেন। প্রসন্ন রায়কে কোনও দিন দেখিনি আমি।’ প্রসন্নকুমার হোটেলের ম্যানেজার পিয়াল অধিকারীর কথায়, ‘হোটেলের মালিক আমাদের প্রসন্নকুমার রায় আছেন।’ প্রায় ১০ বিঘা জমির উপর তৈরি হয়েছে চলন্তিকা রিসর্ট। হোটেলটি থ্রি স্টার। শ্রী দূর্গা ডেলকম প্রাইভেট লিমিটেড সংস্থা থেকে কেনা হয়েছে। সোমবার ফের খোঁজ পাওয়া গেল দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের টাইলস কারখানার।