এবার বগটুইকাণ্ডের তদন্তে মৃতদের সঠিকভাবে সনাক্তকরণের জন্য ডিএনএ টেস্টের দিকে এগোতে পারে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বগটুইকাণ্ডে মৃতদের সনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হতে পারে। এদিকে শুক্রবার ৯জন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। তাদেরকে আগেই গ্রেফতার করেছিল সিট। সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ১০জনকে নিজেদের কাস্টডিতে নেওয়ার জন্য আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম। পরবর্তী ৫দিনের জন্য ৯জনকে হেফজতে নেওয়ার জন্য আদালত অনুমতি দিয়েছে।
এদিকে সব মিলিয়ে তৃণমূল নেতা আনারুল হোসেন সহ ২২জনকে গ্রেফতার করা হয়েছে। আনারুলকে ইতিমধ্যেই সিবিআই জেরা করেছে। তৎকালীন এসডিপিও সায়ন আহমেদ ও প্রাক্তন আইসি ত্রিদীপ প্রামাণিকের সঙ্গেও কথা বলেছে সিবিআই।
অন্যদিকে পুড়ে যাওয়া সাতটি দেহ আলাউদ্দিন শেখ নামে এক দূর সম্পর্কের আত্মীয় সনাক্ত করেছিলেন। তারপর জেলা আধিকারিকদের উপস্থিতিতে দেহগুলি কবর দেওয়া হয়েছিল। এদিকে মিহিলাল শেখ সহ একাধিক আত্মীয় ইতিমধ্যেই দাবি করেছেন তারা দেহ সনাক্ত করেননি।সূত্রের খবর রামপুরহাট হাসপাতাল যেখানে দেহগুলির ময়নাতদন্ত হয়েছিল সেখান থেকে সিবিআই ডিএনএর নমুনা সংগ্রহ করতে পারে। এরপর সম্ভবত সেগুলি দিল্লির ল্যাবে টেস্ট করে দেহের প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত হবে সিবিআই।