বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Recruitment Scam: এবার তৃণমূল নেত্রীর বাড়িতে হানা দিল সিবিআই, তাপস–ঘনিষ্ঠ বলেই কি জিজ্ঞাসাবাদ?

Recruitment Scam: এবার তৃণমূল নেত্রীর বাড়িতে হানা দিল সিবিআই, তাপস–ঘনিষ্ঠ বলেই কি জিজ্ঞাসাবাদ?

তৃণমূল নেত্রীর নাম ইতি সরকার।

তৃণমূল বিধায়ক তাপস সাহা আগেই এই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সিবিআই অফিসারদের মনে হয়েছে, এই নেত্রীর সঙ্গে বিধায়কের লেনদেনের সম্পর্ক রয়েছে। তাই ব্যাঙ্কের নথি দেখতে চেয়েছেন তাঁরা বলে সূত্রের খবর। চারিদিক ঘুরে আবার সিবিআই অফিসাররা আসতে পারেন তাপস সাহার বাড়িতে। 

নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা কাটিয়েছেন সিবিআই অফিসাররা। তারপর সেখান থেকে বেরিয়ে তেহট্ট চষতে থাকেন সিবিআই অফিসাররা। আর তারপরই তাপস সাহার ঘনিষ্ঠ আর এক তৃণমূল নেত্রীর বাড়িতে হানা দেন তাঁরা। ওই তৃণমূল নেত্রীর নাম ইতি সরকার। সূত্রের খবর, ইতি স্থানীয় পঞ্চায়েতের সদস্য। আজ, শনিবার সকালেই আসতুল্লানগরে ওই তৃণমূল নেত্রীর বাড়িতে পৌঁছন সিবিআই গোয়েন্দারা। ইতি তৃণমূল কংগ্রেসের তেহট্ট এক নম্বর ব্লকের সভাপতি। তাপস সাহার ছেলে সাগ্নিককে বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার তেহট্ট এলাকায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালান তাঁরা। টানা সাড়ে ১৪ ঘণ্টা পর বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা। তারপর প্রাক্তন আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়িতে যান তাঁরা। সেখান থেকে গোয়েন্দারা সটান পৌঁছে যান আসতুল্লানগরে ইতি সরকারের বাড়িতে। আর সেখানেই তল্লাশি চালান গোয়েন্দারা। এবার বিধায়কের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল যুবনেতা মলয় বিশ্বাস, তৃণমূল নেতা মিঠু শাহের বাড়িতেও হানা দিতে পারেন সিবিআই।

অন্যদিকে ইতি সরকার স্থানীয় পঞ্চায়েত সদস্য। আবার তিনি এলাকারই একটি স্কুলে চাকরি করেন। আবার ইতি দেবী তৃণমূল কংগ্রেসের তেহট্ট এক নম্বর ব্লকের সভাপতি। সরকারি ওই স্কুলের পোশাক সরবরাহ এবং পোশাক তৈরির কাজের দায়িত্বে রয়েছেন তিনি। এই এতকিছুর সঙ্গে জড়িয়ে থাকার জন্যই সিবিআইয়ের নজর পড়েছে নেত্রীর উপর। তাই তাঁর বাড়িতে হানা দেওয়া হয়েছে। তাছাড়া তাপস সাহার ঘনিষ্ঠ বলেই ইতি সরকারের বাড়িতে তল্লাশি করতে যান সিবিআই অফিসাররা। এখান থেকে কোনও লেনদেনের তথ্য পাওয়া যায় কিনা খতিয়ে দেখছেন তাঁরা।

আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল বিধায়ক তাপস সাহা আগেই এই গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সিবিআই অফিসারদের মনে হয়েছে, এই নেত্রীর সঙ্গে বিধায়কের লেনদেনের সম্পর্ক রয়েছে। তাই ব্যাঙ্কের নথি দেখতে চেয়েছেন তাঁরা বলে সূত্রের খবর। চারিদিক ঘুরে আবার সিবিআই অফিসাররা আসতে পারেন তাপস সাহার বাড়িতে। হাতে পাওয়া তথ্য নিয়েই আবার জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে সূত্রের খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

সতীর অধঃওষ্ঠ থেকে নাম অট্টহাস! বর্ধমানের জঙ্গলঘেরা এই মন্দিরে পৌঁছবেন কীভাবে? এক্সপ্রেসওয়েতে গর্তের দায় ইঁদুরের ঘাড়ে চাপিয়েছিলেন কর্মী, চাকরি গেল এবার আম্পায়ারদের সঙ্গে সেটিং থাকে, ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা ‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা অরিত্রর, হল প্রতিবাদ ২০২৪ সালের দুর্গাপুজোয় সন্ধিপুজো কখন থেকে শুরু? সোনু নিগমের সঙ্গে গান গাইছে নীল নিতিন মুকেশের ছোট্ট মেয়ে, নিজেই শুনুন গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট ‘নিয়ম মেনে জল ছাড়া হয়েছে,’মমতার ম্যান-মেড উড়িয়ে দিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড আরজি কর আবহে উত্তপ্ত কলকাতা, ঠিক তখনই কোথায় ছুটি কাটাচ্ছেন রাজনন্দিনী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.