বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal: আসানসোল জেলে অনুব্রতকে জেরা শুরু সিবিআইয়ের, দ্বিতীয়বারে নয়া প্রশ্নপত্র

Anubrata Mondal: আসানসোল জেলে অনুব্রতকে জেরা শুরু সিবিআইয়ের, দ্বিতীয়বারে নয়া প্রশ্নপত্র

অনুব্রত মণ্ডল

সিবিআই থেকে দু’জনের দল জেরা করছে অনুব্রত মণ্ডলকে। এখন দেখার বিষয়, আজকের জেরাতে গরু পাচার কাণ্ডে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা। সেই জন্য নয়া প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। আগে কয়লা পাচার কাণ্ডে ধৃত আট ইসিএল কর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সংশোধনাগারে যায় সিবিআইয়ের তিন সদস্যের একটি দল।

গরু পাচার মামলার তদন্তে নেমে আগেই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। এবার জেরা করতে আজ, বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে গেলেন সিবিআই আধিকারিকরা। তবে আজ শুধু অনুব্রতকেই জেরা করা হবে বলে সূত্রের খবর। দু’‌জনের একটি সিবিআই দল পৌঁছে গিয়েছে আসানসোল জেলে। গত ২৪ অগস্ট থেকে জেলে আছেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে দ্বিতীয়বার জেলে গিয়ে বীরভূমের তৃণমুল কংগ্রেস সভাপতিকে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী দল।

কারা যাচ্ছেন অনুব্রতকে জেরা করতে?‌ সিবিআইয়ের দুই দুঁদে অফিসার সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে। গরু পাচার নিয়ে বেশ কিছু নথি তাঁরা পেয়েছেন। যার উত্তর শুনতে চান অনুব্রত মণ্ডলের কাছ থেকে। সেই নথি নিয়ে তাঁরা গিয়েছে আসানসোল সংশোধনাগারে। সেগুলি দেখানে হবে কেষ্টকে। সেই নথিতে নানা সম্পত্তির কথা লেখা রয়েছে। গতবার জেরার পর সিবিআই জানিয়েছিল, অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করেছেন না। এবার করেন কিনা সেটাই দেখার।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন সিবিআই অফিসাররা। সেখানে একাধিক প্রশ্ন করা হয় দু’‌জনকে। সেখান থেকে সামান্য কিছু তথ্য বেরোলেও বিশদে কিছু জানা যায়নি। তদন্তে নেমে অনুব্রত এবং সায়গলের বেশকিছু সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই। এবার সেগুলি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ সিবিআই থেকে দু’জনের দল জেরা করছে অনুব্রত মণ্ডলকে। এখন দেখার বিষয়, আজকের জেরাতে গরু পাচার কাণ্ডে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা। সেই জন্য নয়া প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। আগে কয়লা পাচার কাণ্ডে ধৃত আট ইসিএল কর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সংশোধনাগারে যায় সিবিআইয়ের তিন সদস্যের একটি দল। সিবিআই অফিসার উমেশ কুমার ওই দলের নেতৃত্বে ছিলেন।

বাংলার মুখ খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.