বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌বিধায়কদের বেতন বাড়াচ্ছেন, চা–শ্রমিকদের টাকা দিচ্ছেন না’‌, মমতাকে আক্রমণ স্মৃতির

‘‌বিধায়কদের বেতন বাড়াচ্ছেন, চা–শ্রমিকদের টাকা দিচ্ছেন না’‌, মমতাকে আক্রমণ স্মৃতির

কেন্দ্রের শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি।

সভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে চা–ঝুরি ও তার ছবি দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ শানান স্মৃতি ইরানি। যদিও একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং গ্রাম সড়ক যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। 

আজ, রবিবার উত্তরবঙ্গের চা শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একঝাঁক কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে দাগাপুর ময়দানে অনুষ্ঠিত হল চা শ্রমিক সমাবেশ। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি। এখান থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজধানীর বুকে আন্দোলন করতে যাওয়াকে কটাক্ষ করেছেন স্মৃতি।

এদিকে শিলিগুড়িতে এসে চা–বাগানের শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‌এটা খুব দুর্ভাগ্যজনক যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বেতন বাড়িয়েছেন কিন্তু চা–বাগানের শ্রমিকদের কঠিন পরিশ্রম করা টাকা দেননি। কমপক্ষে ৮০টি এফআইআর হয়েছে। কিন্তু তারপরও পিএফের টাকা শ্রমিকদের দেয়নি চা–বাগান কর্তৃপক্ষ। আজ সমস্ত চা–বাগান শ্রমিকরা তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ।’‌ এই কথা বললেও উত্তরবঙ্গে পঞ্চায়েত এবং ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে খারাপ ফল করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, উন্নয়নের কাজ রাজ্য সরকার করেছে। তাই মানুষ সমর্থন করছে। ওদের করছে না।

অন্যদিকে সভায় এদিন কেন্দ্রীয় মন্ত্রীকে চা–ঝুরি ও তার ছবি দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ শানান স্মৃতি ইরানি। যদিও একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এবং গ্রাম সড়ক যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তাই আগামীকাল থেকে দু’‌দিনের আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। আর এই আন্দোলনকে ঠেকাতে ট্রেন বাতিল, বিমান বাতিল–সহ নানা বাধার সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ। তারপরও আজ, রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে পৌঁছচ্ছেন। একই সঙ্গে ৭০টি বাসে করে পৌঁছবেন বঞ্চিত মানুষজন। এটাকেই এবার কটাক্ষ করলেন স্মৃতি ইরানি।

আরও পড়ুন:‌ বঙ্গ–বিজেপির সাংসদদের জরুরি তলব নয়াদিল্লিতে, তৃণমূলকে উলঙ্গ করার ডাক সুকান্তর

ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী?‌ এই আন্দোলনকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর কথায়, ‘‌চা শ্রমিকদের ন্যায্য পাওনা না মিটিয়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়কদের পকেট ভরার জন্য ভাতা বাড়িয়ে চলেছে। কাটমানির টাকা পেতে নয়াদিল্লি গিয়ে ধরনা দিচ্ছে। আমাদের দল চা–বাগানের শ্রমিকদের স্বার্থে এবং যতদিন তাদের ন্যায্য পাওনা না মিলছে ততদিন লাগাতার আন্দোলন সংগঠিত করবে। তৃণমূল সরকার ছলনার সঙ্গে শ্রমিকদের ঠকিয়েছে। সমাজের এমন কোনও জাতি নেই যাদের তৃণমূল ঠকায়নি। দিল্লিতে গিয়েও ছলনা করতে চাইছে। বাংলার জন্য কোনও উন্নতি করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।’‌

বাংলার মুখ খবর

Latest News

৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.