শনিবার পূর্ব বর্ধমান জেলার রেশন ব্যবস্থা নিয়ে রিভিউ মিটিংয়ে অংশ নেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন তিনি জেলার রেশন ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা প্রশাসনের আধিকারিকরা, খাদ্য দফতরের আধিকারিকরা, জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি সহ অনেকেই এই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিং শেষ করে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ‘শুরু হবে দুয়ারে রেশন। সেটা নিয়ে আলোচনা হয়েছে। পিএমজেকেওয়াই প্রকল্পের সামগ্রী এনএফএসএ গ্রাহকরা নভেম্বর মাস পর্যন্ত পাবেন। দেশের মধ্যে একমাত্র রাজ্য সরকার গ্রাহকদের বিনামূল্যে রেশন দেয়। কেন্দ্রীয় সরকারও যা দেয় তাতে অর্থ নেয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একমাত্র বিনামূল্যে রেশন দেয়। ওদের প্রজেক্টটা নভেম্বর পর্যন্ত চালু থাকবে। তারপরে নয়। করোনার জন্য ওরা এটা করেছেন।’
খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার আলাদা ভাবে কিছু দেন না। আমরা আমাদের দোকানের মাধ্যমে তাদের সহায়তা করি। কেন্দ্রীয় সরকার যেখানে এনএফএসএ কার্ডের জন্যও অর্থ নেন, সেখানে এই রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়া হয়। যারা রেশন কার্ড পাননি তাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন।’ জানিয়েছেন খাদ্যমন্ত্রী।পাশাপাশি তিনি জানিয়েছেন,'রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে অযথা রাজনীতি করে লাভ নেই। কেন্দ্রের রেশনিং ব্যবস্থা ও রাজ্যের রেশনিং ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। রাজ্যের বেশি সংখ্যক মানুষকে কীভাবে খাদ্য সুরক্ষা দেওয়া যায় সেব্যাপারে সরকার যত্নবান।'