বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > MGNREGA: একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ, মালদায় এল কেন্দ্রীয় প্রতিনিধিদল

MGNREGA: একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ, মালদায় এল কেন্দ্রীয় প্রতিনিধিদল

জেলাশাসকের দফতরে বৈঠক কেন্দ্রীয় দল।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্য দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষের। সবার কাছ থেকেই বক্তব্য পেয়েছেন রাজ্য সফরে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস যোজনার তদারকি করতে জানুয়ারি মাসেই মালদায় এসেছিলেন তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আবার মালদায় পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধিদল। আজ, শুক্রবার জেলাশাসকের দফতরে বৈঠক করেছে দু’‌সদস্যের কেন্দ্রীয় দল। আজই কালিয়াচক ১ নম্বর ব্লকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে পারেন তাঁরা। ইতিমধ্যে মালদা নিউ সার্কিট হাউস থেকে প্রতিনিধিদল বেরিয়ে জেলা প্রশাসনিক ভবনে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন। তারপরে মালদার কালিয়াচকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে যাবেন বলে সূত্রের খবর।

এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বারবার উঠে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। ১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার সেটাই খতিয়ে দেখতে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। এদিন যখন মালদায় কেন্দ্রীয় দল ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এসেছেন, তখনই মালদা জেলায় তাঁদের সামনে এসেছে একটি অভিযোগ। সূত্রের খবর, এইসব অভিযোগ নিয়েই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছে এই প্রতিনিধিদল।

অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্য দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষের। সবার কাছ থেকেই বক্তব্য পেয়েছেন রাজ্য সফরে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস যোজনার তদারকি করতে জানুয়ারি মাসেই মালদায় এসেছিলেন তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবার আবার তাঁরা এলেন। এই রিপোর্ট তাঁরা নয়াদিল্লিতে জমা দেবেন।

আর কী জানা যাচ্ছে?‌ সূত্রের খবর, কেন্দ্র থেকে নবান্নে চিঠি পাঠিয়ে মোট ১২টি কেন্দ্রীয় দলের রাজ্যে আসার কথা জানানো হয়। তার মধ্যেই একটি দল আজ পা রাখল মালদা জেলায়। এবার এই কেন্দ্রীয় দল অভিযোগের গভীরে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বের করে কিনা, সেই অপেক্ষায় সবাই। তবে সামনে পঞ্চায়েত নির্বাচন। আর একশো দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই খতিয়ে দেখে টাকা ছাড়তেই এই উদ্যোগ। কারণ এই টাকা না ছাড়লে গ্রামীণ অর্থনীতি স্তব্ধ হয়ে পড়বে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন