বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কেন্দ্রীয় দল কোনও দুর্নীতি খুঁজে পাবে না, আবাস যোজনা বিতর্কের মধ্যে চন্দ্রিমা

কেন্দ্রীয় দল কোনও দুর্নীতি খুঁজে পাবে না, আবাস যোজনা বিতর্কের মধ্যে চন্দ্রিমা

চন্দ্রিমা ভট্টাচার্য। 

চন্দ্রিমা বলেন, ‘কেন্দ্রীয় দল কোনও দুর্নীতি খুঁজে পাবে না। বরঞ্চ মানুষ কোথাও নদী ভাঙন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, আবার কোথাও বেহাল জাতীয় সড়কের অবস্থা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারপরও উদাসীন রয়েছে কেন্দ্র সরকার।’ বুধবার সকাল ১১ টা নাগাদ পুরাতন মালদা ব্লকে জেলা তৃণমূলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আবাস যোজনায় রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তারপরেই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেইমতোই রাজ্যের বিভিন্ন জেলায় আবাস প্লাস যোজনা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। আর এই নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা নিতেই কেন্দ্রীয় টিমকে পাঠিয়ে আবাস যোজনা তদারকি করা হচ্ছে।’

মালদায় সভায় যোগ দিয়ে চন্দ্রিমা বলেন, ‘কেন্দ্রীয় দল কোনও দুর্নীতি খুঁজে পাবে না। বরং মানুষ কোথাও নদী ভাঙন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, আবার কোথাও বেহাল জাতীয় সড়কের অবস্থা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারপরও উদাসীন রয়েছে কেন্দ্র সরকার।’ বুধবার সকাল ১১ টা নাগাদ পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ মোড় এলাকায় জেলা তৃণমূলের সহযোগিতায় এবং দলের মহিলা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সি, জেলা মহিলা তৃণমূল কমিটির সভানেত্রী মৃনালীনি মণ্ডল মাইতি সহ অন্যান্য নেতৃত্ব।

চন্দ্রিমা বলেন, ‘আবাস যোজনা নিয়ে তো অনেক রকম কুৎসা বিরোধীরা রটিয়েছিল। মালদায় তো কেন্দ্রীয় প্রতিনিধি দল এল। তারা কী কিছু খুঁজে পেয়েছে? কোনদিনও পাবে না। আসলে এটা রাজনৈতিক প্রতিহিংসা।’ চন্দ্রিমা আরও বলেন , ‘২০২০ সালে দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বিরোধীরা এরকমভাবেই বিভ্রান্তিকর প্রচার করেছিল। আজ দেশীয় অর্থনৈতিক সমীক্ষায় বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবথেকে ভালো আছে।’ 

একইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প নিয়ে প্রশংসা করেন। তিনি বলেন, ‘কন্যাশ্রী নিয়ে বিদেশে সুনাম অর্জন করেছেন । তার পাশাপাশি মেয়েদের বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষাক্ষেত্রেও উন্নতি করেছেন। সুতরাং আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রশাসক যিনি কখনই সমাজকে বিভাজন করেন না। সবাই যাতে দুধে-ভাতে থাকতে পারে সেই চেষ্টায় ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী করে চলেছেন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বাংলার মুখ খবর

Latest News

অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ হিট ম্যানের ‘হিটে’ কুপোকাত শুভমন গিল, হাসছেন বিরাট-গম্ভীর! ‘গর্জন শুনছেন?’ বলছেন কিঞ্জল! জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ সুদীপ্তা-উষসীর কলকাতা লিগে আটকে গেল ইস্টবেঙ্গল, মহামেডানের বিরুদ্ধে ম্যাচ ড্র লাল-হলুদের মাঝরাস্তায় মহিলা আইনজীবীকে অশ্লীল ইঙ্গিত নরেন্দ্রপুরে, ফিরছিলেন স্বামীর সঙ্গে Hrithik Roshan: কে বলবে বয়স ৫০! ইতালি-র রাস্তায় গোপনে লেন্সবন্দি হৃতিক, সঙ্গী কে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.