লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকের কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলমান নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর কর্মজীবনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র তিন মাসের জন্য মুখ্যসচিব গোপালিকের চাকরির মেয়াদ বৃদ্ধি করেছে। সোমবার দিল্লির নর্থ ব্লকের ‘কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন এবং প্রশিক্ষণ মন্ত্রক’ থেকে এই সংক্রান্ত চিঠি নবান্নে পৌঁছেছে।
আগামী ৩১ মে মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল গোপালিকের। কিন্তু, ১ জুন সপ্তম দফার ভোট রয়েছে এবং ৪ জুন ভোটগণনা হবে। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে নতুন কাউকে বসানো যুক্তিসঙ্গত হবে না বলে মনে করছে রাজ্য। তাই তাঁর মেয়াদবৃদ্ধির জন্য গত ২৬ ফেব্রুয়ারি আবেদন জানানো হয়েছিল নরেন্দ্র মোদী সরকারের কাছে।
আরও পড়ুন। স্কুলে আরও বাড়ল ছুটি! কবে খুলবে? জানাল শিক্ষা দফতর, তবে শিক্ষকদের যেতে হবে আগেই
‘কর্মিবর্গ, জন অভিযোগ, পেনশন এবং প্রশিক্ষণ মন্ত্রক’-এর আন্ডার সেক্রেটারি কবিতা চৌহান সোমবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘রাজ্যের প্রস্তাব মেনে মুখ্যসচিব বিপি গোপালিকের কর্মজীবনের মেয়াদ ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।’
প্রসঙ্গত, ভোটের আগে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর জায়গায় প্রথমে অস্থায়ী ডিজি হয়েছিলেন বিবেক সহায়। কিন্তু ভোটের মধ্যে তাঁর অবসরের দিন হওয়ায় বিবেককে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি হিসেবে নিয়োগ করেছে কমিশন। তবে ভগবতীপ্রসাদের ক্ষেত্রে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুন। ‘ওঁর মেয়েকে ভালবাসতাম, রিপ্লাই দেননি, তাই…’ কেন জাকিরকে হুমকি, জানাল অভিযুক্ত
রাজ্য সরকার মনে করছে, মুখ্যসচিব গোপালিকের নেতৃত্বে চলমান নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা বজায় থাকবে। নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তার উপস্থিতি প্রশাসনিক কার্যক্রমকে সহজ করবে এবং নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাহায্য করবে।
আরও পড়ুন। ঘূর্ণিঝড় রেমালের জেরে আরও ৩ জনের মৃত্যু, মৌসুনি দ্বীপে বৃদ্ধার ঘাড়ে পড়ল গাছ