বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 100 days work: ‘তদন্ত চলাকালীন ১০০ দিনের টাকা বন্ধ, বাংলা নিয়ে স্পষ্টবাক কেন্দ্রীয় মন্ত্রী

100 days work: ‘তদন্ত চলাকালীন ১০০ দিনের টাকা বন্ধ, বাংলা নিয়ে স্পষ্টবাক কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। নিজস্ব ছবি

সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিজেপি সরকারের আমলে ৯ বছরে কী কী উন্নয়ন হয়েছে, এই সংক্রান্ত একটি কর্মশালায় বোলপুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। কর্মশালা শেষে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, ‘পঞ্চায়েতের কোনও ফান্ড বন্ধ নয়। ১০০ দিনের কাজে এই রাজ্যে গড়মিল হয়েছে।’

১০০ দিনের কাজে বারবার দুর্নীতির অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি। তারপরে শুরু হয়েছে তদন্ত। আপাতত ১০০ দিনের কাজে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। এনিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূমের বোলপুরে এসে ১০০দিনের কাজের টাকা বন্ধ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। তিনি বলেন, ‘১০০ দিনের কাজে দুর্নীতি হয়েছে। তদন্ত চলছে৷ তদন্ত শেষ না পর্যন্ত ফান্ড বন্ধ থাকবে।’ অর্থাৎ আপাতত ১০০ দিনের কাজের টাকা বন্ধ থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী।

সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিজেপি সরকারের আমলে ৯ বছরে কী কী উন্নয়ন হয়েছে, এই সংক্রান্ত একটি কর্মশালায় বোলপুরে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। কর্মশালা শেষে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, ‘পঞ্চায়েতের কোনও ফান্ড বন্ধ নয়। ১০০ দিনের কাজে এই রাজ্যে গড়মিল হয়েছে। সেটা নিয়েই তদন্ত চলছে৷ সব কিছুর একটা নিয়ম আছে৷ তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ১০০ দিনের কাজের পুরনো ফান্ড বন্ধ থাকবে৷ নতুন কাজের যদি চাহিদা থাকে সেটা আবেদন করতে পারবে। তাতে কোনও আপত্তি নেই।’ এদিন মন্ত্রীর মন্তব্যে কার্যত স্পষ্ট যে এখনই ১০০ দিনের কাজের টাকা পাবে না রাজ্য ৷ তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে কেন্দ্রীয় সরকার ৯ বছরের উন্নয়নের নিরিখেই বিজেপি ভোট চাইবে বলে মন্ত্রী জানান ৷ উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বলে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতা–মন্ত্রীরা। তারপরেই এদিন কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে এই প্রকল্পে টাকা বন্ধ রাখা নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট হয়েছে।

এছাড়াও, করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রেলের দুই অফিসারের অডিয়ো ক্লিপ ফাঁস করেন। তা নিয়েই প্রশ্ন তুলে রেল দুর্ঘটনার পিছনে তৃণমূলের যোগ আছে বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী এই প্রসঙ্গে শুভেন্দুর পাশেই দাঁড়িয়েছেন। এনিয়ে তিনি বলেন, ‘অডিয়ো ক্লিপ যখন পেয়েছেন, তখন কিছু তো আছে৷ শুভেন্দু অধিকারী কোনও তথ্য ছাড়া নিশ্চই দাবি করবেন না।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন