বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Chanchal: এবার মালদার চাঁচল, রাজ্যে ফের মজুত বোমায় বিস্ফোরণ

Chanchal: এবার মালদার চাঁচল, রাজ্যে ফের মজুত বোমায় বিস্ফোরণ

বিস্ফোরণস্থলে CID

স্থানীয়রা জানিয়েছেন, রাতে খেয়ে দেয়ে সবাই শোয়ার আয়োজন করছিলেন। তখনই মাঠের মাঝখানে বিকট আওয়াজ হয়। ছুটে গিয়ে তাঁরা দেখেন, মাঠের মধ্যে ছড়িয়ে রয়েছে তাজা বোমা। বাতাসে তখনও বারুদ পোড়া গন্ধ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা।

রাজ্যে লাগাতার বোমা বিস্ফোরণের ধারা জারি রইল বৃহস্পতিবার রাতেও। বীরভূমের দুবরাজপুর, নদিয়ার চাপড়ার পর এবার বিস্ফোরণে কেঁপে উঠল মালদার চাঁচল। বৃহস্পতিবার চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকায় ফাঁকা মাঠে প্রবল বিস্ফোরণ হয়। স্থানীয়রা গিয়ে দেখেন, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। বাতাসে বারুদের গন্ধ। খবর পেয়ে পুলিশ পৌঁছে বোমাগুলি উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে খেয়ে দেয়ে সবাই শোয়ার আয়োজন করছিলেন। তখনই মাঠের মাঝখানে বিকট আওয়াজ হয়। ছুটে গিয়ে তাঁরা দেখেন, মাঠের মধ্যে ছড়িয়ে রয়েছে তাজা বোমা। বাতাসে তখনও বারুদ পোড়া গন্ধ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশকর্মীরা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা মনে করছেন, মাঠের মাঝখানে গর্ত করে বস্তায় ভরে রাখা ছিল বোমাগুলি। কোনও কারণে তাতে বিস্ফোরণ হয়েছে।

রাজ্যে প্রায় প্রতিদিনই বোমা বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এগরা বিস্ফোরণের পর এব্যাপারে প্রশাসন তৎপর হলেও বিস্ফোরণ থামার নাম নেই। রোজই কোনও না কোনও জায়গা থেকে আসছে বিস্ফোরণের খবর। যাতে প্রশ্ন উঠছে, রাজ্য কি তবে বারুদের স্তুপের ওপরে দাঁড়িয়ে আছে? তবে কি পঞ্চায়েত ভোটে রক্তপাত অবধারিত?

 

বন্ধ করুন