গত কয়েক মাস ধরে উপার্জন বন্ধ। তার ওপর অসুস্থতায় ক্রমশ অবশ হয়ে গিয়েছে স্বামীর বাঁ হাতটি। এই পরিস্থিতিতেও বিধায়ক চন্দনা বাউড়ির কাছে হাত পাততে নারাজ তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী রুম্পা। বরং তৃণমূলে যোগদান করে চন্দনাকে জবাব দিতে চান তিনি।
মাস কয়েক আগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির সঙ্গে তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর বিয়ের খবর ছড়ায়। তার পর থেকেই অসুস্থ কৃষ্ণবাবু। যদিও চন্দনা বিয়ের কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, উদ্দেশপ্রণোদিতভাবে এসব খবর ছড়াচ্ছে তৃণমূল।
ওদিকে তাঁর সঙ্গে চন্দনার বিয়ে হয়েছে এই দাবিতে অনড় কৃষ্ণ। এরই মধ্যে চন্দনা ও কৃষ্ণের বিরুদ্ধে পুলিশে বধূনির্যাতনের অভিযোগ করেন কৃষ্ণের স্ত্রী রুম্পা। যদিও অসুস্থ কৃষ্ণের পাশ থেকে সরেননি তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, ‘খুব কষ্টের মধ্যে আছি। ওর বাঁ হাত অবশ হয়ে গিয়েছে। চিকিৎসা করানোর টাকা নেই। কিন্তু যে আমার এতবড় সর্বনাশ করেছে তার কাছে কোনও মতেই হাত পাতবো না।’
রুম্পাদেবী তিনি আরও বলেন, ‘চন্দনাকে জবাব দিতে আমরা তৃণমূলে যোগ দেব। ও প্রথমে তৃণমূলে যাবে। ঘর সংসার সামলে সময় পেলে আমি পরে যাব।’ এবিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন চন্দনা বাউড়ি।