বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Netai firing case: নেতাই গণহত্যা মামলায় ৮ বছর পর কলকাতা হাইকোর্টে জামিন পেলেন চণ্ডীচরণ

Netai firing case: নেতাই গণহত্যা মামলায় ৮ বছর পর কলকাতা হাইকোর্টে জামিন পেলেন চণ্ডীচরণ

নেতাই গণহত্যা কাণ্ডে আরও এক অভিযুক্তদের জামিন।

২০১৪ সালের চণ্ডীচরণকে গ্রেফতার করেছিল সিআইডি। এর আগে বহুবার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে তার জামিন নাকচ করে দিয়েছিল আদালত। অবশেষে জামিন মঞ্জুর হওয়ায় স্বস্তি পেলেন চণ্ডীচরণ। উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটেছিল।

নেতাই গণহত্যা মামলায় আট বছর পর জামিন পেলেন চণ্ডীচরণ করণ। বুধবার কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। এই মামলায় আগেই জামিন পেয়েছিল ফুল্লরা মণ্ডল। সেই যুক্তি দেখিয়েই চণ্ডীচরণ জামিনের আবেদন জানান। সেই আর্জি মেনে এদিন কলকাতায় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করে।

২০১৪ সালের চণ্ডীচরণকে গ্রেফতার করেছিল সিআইডি। এর আগে বহুবার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তবে তার জামিন নাকচ করে দিয়েছিল আদালত। অবশেষে জামিন মঞ্জুর হওয়ায় স্বস্তি পেলেন চণ্ডীচরণ। উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গ্রামবাসীদের লক্ষ্য করে সেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয় ৪ মহিলা-সহ নয় গ্রামবাসীর। এছাড়াও জখম হন ২৮ জন। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল সিপিএমের বিরুদ্ধে। প্রথমে মামলার তদন্ত করে সিআইডি। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

ওই ঘটনায় সিপিএমের তৎকালীন বিনপুর জোনাল সম্পাদক অনুজ পাণ্ডে-সহ ২০ জন সিপিএম নেতা-কর্মী গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের মধ্যে অন্যতম ছিলেন নেতাই গ্রামের বাসিন্দা ফুল্লরা। ঘটনার সময় সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য ছিলেন। গত অগস্টে সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়েছিলেন। 

অন্যদিকে, চণ্ডীচরণ একটি বেসরকারি স্কুলে নাম ভাঁড়িয়ে নৈশপ্রহরী তথা কেয়ারটেকারের কাজ করছিলেন। ২০১৪ সালে তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, বাঁকুড়া, কাকদ্বীপ, নামখানা, বকখালি, কল্যাণী, বেলঘরিয়া-সহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন চণ্ডীচরণ।

বাংলার মুখ খবর

Latest News

ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.