বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jalpaiguri Closed Tea Garden: ভোটের দিন বন্ধ চা বাগানে জমিয়ে মাংস ভাত খাওয়ালেন তৃণমূল নেতা, মেনুতে আর কী কী?

Jalpaiguri Closed Tea Garden: ভোটের দিন বন্ধ চা বাগানে জমিয়ে মাংস ভাত খাওয়ালেন তৃণমূল নেতা, মেনুতে আর কী কী?

চা বাগান।

জলপাইগুড়ির বন্ধ চা বাগানে বিলি করা হল মাংস ভাত। 

বন্ধ চা বাগান মানেই সেই চেনা ছবি। সকাল থেকেই কোনও ব্যস্ততা নেই। শুকনো মুখে বসে থাকা। কীভাবে খাবার জুটবে তার কোনও নিশ্চয়তা নেই। একরাশ হতাশা। তবে শুক্রবারটা ছিল একেবারেই অন্যরকম। এদিন জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানের জং ধরা গেটটা খোলা হয়েছিল। সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা। এরপর এল মাংস ভর্তি কড়াই। তারপর এল গরম গরম ভাত। স্বাভাবিকভাবেই এভাবে বাগানে আচমকা মাংস ভাত খাওয়ানোর তোড়জোড় দেখে অবাক তো হওয়ারই কথা। 

২০০৫ সালে বাগান বন্ধ হয়েছিল। এরপর বাগান খোলার দাবিতে বহু বার আন্দোলন হয়েছে। মাঝে কিছুদিন খুলেছিল। ফের বন্ধ বাগান। শ্রমিকরা একটা সময় আধপেটা খেয়ে রয়েছেন বলে অভিযোগ উঠত। তবে একেবারে ভোটের দিন এমন মাংস ভাতের আয়োজনকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন রয়েছে। তবে এবারই প্রথম ভোটের দিন মাংস ভাত এমনটা নয়। এর আগেও ভোটের আগের রাতে মাংস ভাতের আয়োজন হত নানা জায়গায়। 

তবে শেষ পর্যন্ত জানা যায় এই যে মাংস ভাত খাওয়ানোর আয়োজন সেটার মূল উদ্যোক্তা হলেন পাতকাটা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান প্রধানের স্বামী প্রধান হেমব্রম। 

কী কী ছিল মেনুতে? ভাত, ডাল, সবজি, মুরগির মাংস। একেবারে কবজি ডুবিয়ে খাওয়ানোর বন্দোবস্ত। সব মিলিয়ে প্রায় হাজার পাঁচেক মানুষ এই ভোজে অংশ নেন বলে খবর।

শাসক নেতৃত্বের দাবি উৎসবের মেজাজে ভোট হয়েছে। সেকারণেই পিকনিকের আয়োজন। তবে এই অকাল পিকনিককে ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। যেখানে বাগান খোলার কোনও ব্যবস্থা নেই, শ্রমিকদের রুটি রুজির বলে কিছু নেই, সেখানে একদিনের পিকনিক কতটা খুশিতে রাখবে চা শ্রমিকদের তা নিয়ে প্রশ্ন রয়েছে। 

তবে এবার ভোটের আগেই দেখা গিয়েছিল চা শ্রমিকদের মন মজাতে নানা ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন উঠেছিল ৬০ হাজারেই কি বদলে যাবে উত্তরের চা বলয়ে ভোটের সমীকরণ? ভোটপর্বে এই প্রশ্নটাই ঘুরছিল উত্তরবঙ্গের একাধিক চা বাগানে। একটু কান পাতলেই শোনা যাচ্ছিল এই ৬০ হাজারের কাহিনি। পাড়ার জটলায়, চা শ্রমিক মহল্লায় এনিয়ে নানা কানাঘুষো চলছে। আসল কথা হল ভোটের ঠিক আগে চা সুন্দরী এক্সটেনশনের নাম করে চা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকছে ৬০,০০০ করে টাকা। আর এটাই নাকি বড় ম্যাজিক! তবে এবার তার সঙ্গে ভোটের দিন যুক্ত হল এই পিকনিক। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কেন পালন করা হয় গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে? জানুন হাত ধোয়ার সঠিক নিয়ম আসলে কী প্রথম একাদশে ফিরছেন সরফরাজ, চোটের কারণে বাদ শুভমন গিল: রিপোর্ট ১২ ঘণ্টায় সব জল নেমে গেল! তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজে অবাক উনাদকাট ১৭,০০০ কর্মী ছাঁটাই করবে বোয়িং, কী কারণ জানালেন সিইও PM Internship Scheme: কোন কোন বড় কোম্পানিতে আবেদন করা যাবে? আর্থিক খাতে এগোচ্ছে গ্রামীণ ভারত, ৫ বছরে গড় আয় বাড়ল ৫৮ শতাংশ দ্রোহের কার্নিভালে যোগ জনতার, উৎসবের কার্নিভাল মমতাময়, গানও তাঁর, নাচলেনও তিনি রাগ করে ছাড়েন চাকরি, AI জিনিয়াসকে ফেরাতে ২২৫৮৪২১৯৩৯০০ টাকা দিয়েছে Google! মহাকাশে এ কোন রহস্যময় আলো! ভিডিয়ো দেখিয়ে তাক লাগালেন NASA নভোচারী আফগানিস্তানের সংবাদমাধ্যমে জীবন্ত প্রাণীর ছবি দেখানো যাবে না, ফতোয়া তালিবানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.