বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভুল… বলছেন মুখ্যমন্ত্রী, ভুল বলছেন অমর্ত্য, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

ভুল… বলছেন মুখ্যমন্ত্রী, ভুল বলছেন অমর্ত্য, বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য

বিদ্যুৎ চক্রবর্তী, উপাচার্য বিশ্বভারতী ফাইল ছবি

উপাচার্যর নিয়োগ নিয়েই সম্প্রতি অমর্ত্য সেনের বাড়িতে বসে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই প্রশ্নের জবাবেও উপাচার্যের সাফ কথা রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ দিয়েছেন। আর গেরুয়াকরণ প্রসঙ্গে তাঁর দাবি, একটা নজির দিয়ে দেখানো হোক।

ভুল বলছেন অমর্ত্য সেন। ভুল তথ্যের ভিত্তিতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের জমি বিতর্ক প্রসঙ্গে নিজেদের অবস্থানে একেবারে অনড় বিশ্বভারতী কর্তৃপক্ষ। মঙ্গলবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মুখ খোলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, এক একর ২৫ ডেসিমেল জমির যে কর ১৮ হাজার ৯৪০ টাকা সেটিই দিয়েছেন অমর্ত্য সেন। এখানে ১.৩৮ একরের কথাটা এল কোথা থেকে? তিনি তো ১.৩৮ একরের পয়সা দেননি। তাহলে সেই কথাটা আসছে কোথা থেকে? অমর্ত্য সেন যে দাবি করছেন তার পরিপ্রেক্ষিতে কোনও নথিপত্র তাঁর কাছে নেই। মুখ্যমন্ত্রী যে কাগজটি দিয়েছেন সেটি ১৯৪৩ সালের। সেখানে আশুতোষ সেনের নথিপত্র রয়েছে। রাজ্য সরকার হস্তান্তরের কাগজ দেখাতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৪৩ সালের কাগজ দেখাচ্ছেন কেন? তিনি তো ২০০৬ সালের নথি দেখাবেন। নথি অনুসারে ২০০৬ সালে মিউটেশন হয়েছে। তার জন্য কর বাবদ সরকারকে তিনি ১৮ হাজার ৯৪০ টাকা দিয়েছেন। এখানে ১.৩৮ এর গল্পটা আসছে কী করে?

উপাচার্যের দাবি,অমর্ত্য সেনও ভুল বলছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও ভুল তথ্যের ভিত্তিতে বলছেন। আমি দৃঢ়ভাবে বলছি আমরা দাবিতে আজও অনড়। আমি তথ্য়ের ভিত্তিতে বলছি। আমি অমর্ত্য সেনকে সম্মান করি। ওনার যে অবদান তাকে সম্মান করি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি অনেক ব্যাপারে ভাবনাচিন্তা করতে শিখিয়েছেন। কিন্তু বিশ্বভারতীর উপাচার্য হিসাবে আমার নৈতিক দায়িত্ব রয়েছে। বিশ্বভারতীর সম্পদ রক্ষা করার দায়িত্ব। তার জন্য যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ আমি নেব। অমর্ত্য সেন কেন স্বয়ং ভগবান এলেও আমি একই অবস্থান নেব। কারণ বিশ্বভারতীর জমি কিন্তু বেদখল হয়ে যাচ্ছে। অমর্ত্য সেন ছাড়াও বাংলার কেউকেটারা এই তালিকায় রয়েছেন।

এমনকী বিশ্বভারতীর মধ্য়ের একটি রাস্তাও অতীতে কর্তৃপক্ষের আপত্তি সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছেন উপাচার্য। সেই সঙ্গে তিনি জানিয়েছেন হাতজোড় করে বলছি ম্যাডাম এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য করার আগে একটু নথিপত্র দেখে নিন।

এমনকী দুধ কা দুধ, পানি কা পানিও চাইছেন তিনি। পাশাপাশি উপাচার্যর নিয়োগ নিয়ে সম্প্রতি অমর্ত্য সেনের বাড়িতে বসে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই প্রশ্নের জবাবেও উপাচার্যের সাফ কথা, রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ দিয়েছেন। আর গেরুয়াকরণ প্রসঙ্গে তাঁর দাবি, একটা নজির দিয়ে দেখানো হোক।

 

বন্ধ করুন