বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: ৪ দিনের পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সূচিতে নেই নন্দীগ্রাম

Mamata Banerjee: ৪ দিনের পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সূচিতে নেই নন্দীগ্রাম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (HT_PRINT)

২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি দুবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন। কিন্তু নন্দীগ্রামে যাননি। মুখ্যমন্ত্রী খেজুরিতে প্রশাসনিক সভা করবেন এর পরের দিন দিঘায় দলীয় সম্মেলন করবেন।

আগামিকাল সোমবার চার দিনের পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সূচিতে রয়েছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা। খেজুরিতে প্রশাসনিক সভা করার কথা রয়েছে। কিন্তু তার থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত নন্দীগ্রাম তাঁর সফর সূচিতে নেই। এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। উল্লেখ্য, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর কলকাতায় ধরনা মঞ্চে যোগ দেন। বাম আমলে তৃণমূলের জমি আন্দোলনের সময় একসঙ্গে উচ্চারিত হতো সিঙ্গুর এবং নন্দীগ্রামের নাম। কিন্তু, পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ার পরে কেন নন্দীগ্রাম মুখ্যমন্ত্রীর সূচিতে নেই তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম কেন্দ্র থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি দুবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন। কিন্তু নন্দীগ্রামে যাননি। মুখ্যমন্ত্রী খেজুরিতে প্রশাসনিক সভা করবেন এর পরের দিন দিঘায় দলীয় কর্মীদের নিয়ে সম্মেলন করার কথা রয়েছে। ৫ তারিখ সেখানে থাকবেন এবং ৬ তারিখ কলকাতায় ফিরবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে নন্দীগ্রামে কেন যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? খেজুরির তৃণমূল কর্মীদের মতে, গত বছর মুখ্যমন্ত্রী তমলুকের সভা করেছিলেন। তার আগে দিঘায় সভা করেছিলেন। এরপর ফের জেলা সফরে আসছেন। তবে বিধানসভার ভোটের পর আর নন্দীগ্রামে আসেননি।

যদিও নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের একাংশ মনে করছেন, সামনে পঞ্চায়েত ভোট রয়েছে। ফলে এই অবস্থায় মুখ্যমন্ত্রী নিজে সেখানে গেলে জনসংযোগ আরও বাড়ানো সম্ভব হতো। তাতে পঞ্চায়েত ভোটে তৃণমূলের লাভ হতো। এখন অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন। ফলে মুখ্যমন্ত্রী নিজে গেলে তৃণমূলের ভিত আরও শক্ত হতো। অন্যদিকে, এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ হেরে যাওয়ার পর নন্দীগ্রামে যাওয়ার মুখ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তমলুক তৃণমূল নেতৃত্বের দাবি, জেলা সফরে এলে নিশ্চয়ই নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন