বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Swasthya Sathi Card: ‘স্বাস্থ্য সাথী কার্ড ফিরিয়ে দিলে লাইসেন্স বাতিল করুন’, DM-কে নির্দেশ মমতার

Swasthya Sathi Card: ‘স্বাস্থ্য সাথী কার্ড ফিরিয়ে দিলে লাইসেন্স বাতিল করুন’, DM-কে নির্দেশ মমতার

মুর্শিদাবাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য।

সোমবার মুর্শিদাবাদের সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছোট্ট ছোট্ট নার্সিংহোম গজিয়ে উঠছে। আমি সবার বিরুদ্ধে নই, ছোটরাও ভালো কাজ করে। তবে অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড নিতে চান না। যদি এরকম কোনও অভিযোগ থাকে তাহলে ডিএম অবশ্যই আমাদের জানান।’

স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন। তা সত্ত্বেও বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম স্বাস্থ্য সাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যার ফলে সমস্যায় পড়ছেন রোগীরা। এবার স্বাস্থ্য সাথী কার্ড ফিরিয়ে দিলে আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সংশ্লিষ্ট নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিতে বললেন মুখ্যমন্ত্রী।

সোমবার মুর্শিদাবাদের সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছোট্ট ছোট্ট নার্সিংহোম গজিয়ে উঠছে। আমি সবার বিরুদ্ধে নই, ছোটরাও ভালো কাজ করে। তবে অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড নিতে চান না। যদি এরকম কোনও অভিযোগ থাকে তাহলে ডিএম অবশ্যই আমাদের জানান। যারা স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা দেয় না তাদের কয়েকজনকে লাইসেন্স বাতিল করে দিন।’ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এআরও বলেন, ‘কখনও কখনও আমাদের টাফ হতে হবে। মানুষের জন্য আমরা মানবিক। আর মানুষকে যারা বঞ্চিত করে তাদের জন্য আমরা কঠোর।’

স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যাখ্যান করলে রাজ্য সরকার যে কতটা কঠোর হতে পারে সে কথা মনে করাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা মানুষকে বঞ্চিত করে তাদের জন্য আমরা কঠোর। তাদের জন্য আমরা বর্জ্য, আমরা টর্নেডো, আমরা সুনামি, আমরা আয়লা।’ এ দিন কেন্দ্রের বঞ্চনা নিয়েও মুখ্যমন্ত্রী বলেন, ‘রাম-বাম-শ্যাম এক হয়েছে, আমাকে ভাতে মারতে। আমাকে ভাতে মারতে গিয়ে তারা কৃষক, শ্রমিক, মহিলা, ছাত্রদেরও ভাতে মারার চেষ্টা করছে। আপনাদের লজ্জা করে না?’ একই সঙ্গে তিনি যোগ করেন, ‘কেন্দ্র ন্যায্য টাকা দিচ্ছে না, তাই বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে। টাকা আটকে রেখেছে। কিন্তু এ ভাবে তো চলে না। এক মাসের মাইনে না পেলে পরের মাসে চলবে কীকরে!’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন