আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনি মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন। কলকাতা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
এদিন শমীকবাবু বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী মৌলবাদের কাছে আগেই আত্মসমর্পণ করেছেন। আমাদের এখানে সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। ডক্টর মনমোহন সিংয়ের বারণ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস পাঠিয়েছে। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের প্রয়াত সাংসদের সঙ্গে হুজির যোগাযোগ সর্বজনবিদিত। আপনারা সাংবাদিকরা প্রত্যেকে জানেন সেই কারণে টিকিট দেওয়া হয়েছে। সমস্ত মৌলবাদী সংগঠনের সঙ্গে তৃণমূল হাত মিলিয়েছে। শুধুমাত্র ভোট ব্যাঙ্কের স্বার্থে। তাই হুমায়ুঁ কবির এই ধরনের বক্তব্য রাখতে সাহস পাচ্ছেন।
অনুপ্রবেশ নিয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২২০০ কিলোমিটারের একটা সচিত্র বর্ডার আছে। যে বর্ডার অনেক জায়গায় কাঁটাতার বেড়া দেওয়া সম্ভব হয়নি। এবং সম্ভব নয়। এই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ এবং বিএসএফের যৌথ অপারেশন না হয়, যদি রাজনৈতিক ঐক্য তৈরি না হয়। জনসচেতনতা না থাকে তাহলে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়।’