বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আদালতের নিষেধাজ্ঞা সত্বেও গরুপাচারে এনামুলের ভাগ্নেদের বিরুদ্ধে চার্জশিট দিল CID

আদালতের নিষেধাজ্ঞা সত্বেও গরুপাচারে এনামুলের ভাগ্নেদের বিরুদ্ধে চার্জশিট দিল CID

এনামুল হক

এভাবে কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের। এমনকী এই গ্রুপের অধীনে থাকা ২টি ট্রাস্টের মাধ্যমেও টাকা এদিক ওদিক হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

গরুপাচারকাণ্ডে এনামুল হোসেনের ৩ ভাগ্নের নামে অতিরিক্ত চার্জশিট পেশ করল সিআইডি। চার্জশিটে সিআইডি জানিয়েছে, এনামুলের ভাগ্নেদের সংস্থা JHM গ্রুপে গরুপাচারের টাকা বিনিয়োগ করা হয়েছে। সংস্থার বিপুল মুনাফা দেখিয়ে কালো টাকা সাদা করেছে পাচারকারীরা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য চার্জশিটে উল্লেখ করেছে সিআইডি।

শুক্রবার জঙ্গিপুর ACJM আদালতে গরুপাচারকাণ্ডে অতিরিক্ত চার্জশিট জমা দেয় সিআইডি। তাতে জানানো হয়েছে JHM গ্রুপের ৩ কর্ণধার মেহেদি হাসান, জাহাঙ্গির আলম ও হুমায়ুন কবির কালো টাকা সাদা করার কারবারে যুক্ত। এদের একাধিক সংস্থায় কয়েক লক্ষ টাকা বিনিয়োগ দেখিয়ে কোটি কোটি টাকার আয় দেখানো হয়েছে। যা বাস্তবে অসম্ভব। এভাবে কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ তদন্তকারীদের। এমনকী এই গ্রুপের অধীনে থাকা ২টি ট্রাস্টের মাধ্যমেও টাকা এদিক ওদিক হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। গরুপাচারকাণ্ডে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি অন্যতম অভিযুক্ত এনামুল হক।

গরুপাচারের তদন্তে মাসখানেক আগে সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। তার পরও সিআইডি এই মামলায় কী করে অতিরিক্ত চার্জশিট পেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতীয় দণ্ডবিধি অনুসারে একই ঘটনার জন্য একাধিক FIR দায়ের করা যেতে পারে না। গরুপাচারে সিবিআই ও সিআইডি একসঙ্গে তদন্ত করলে সেই বিধি লঙ্ঘিত হচ্ছে।

 

বন্ধ করুন