লালন শেখের মৃত্যুর সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। তার ২৪ ঘণ্টার মধ্যেই আজ, রবিবার লালন শেখের বগটুইয়ের বাড়িতে হাজির হল সিআইডির চার সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞের দল। রবিবার সকাল ১০টায় বগটুই গ্রামে পৌঁছন সিআইডির ফরেনসিক ল্যাবরেটরির চার সদস্যের একটি বিশেষ দল।
আজ, বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে পৌঁছল সিআইডির ফরেনসিক দল। গত ২১ মার্চের ঘটনার পর সিবিআই তদন্ত করতে এসে লালন সেখের এই বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। লালন শেখের মৃত্যুর পরদিন আদালতের নির্দেশে সিল খুলে দেয় সিবিআই। লালনের স্ত্রীর অভিযোগ, সিল খুলে বাড়িতে ঢুকে দেখেন সব ভাঙচুর হয়েছে এবং চুরি হয়েছে। সিবিআই হেফাজতে থাকার সময় কেন বাড়িতে চুরি ও ভাঙচুর হল? বিচার চেয়ে রামপুরহাট আদালতে মামলা দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি। সেই মামলার তদন্ত করতে আজ লালন শেখের বাড়িতে আসেন ফরেনসিক বিভাগের চার সদস্যের একটি দল। তাঁরা লালন শেখের বাড়ির ঢুকে নমুনা সংগ্রহ করেন।
তারপর সেখান থেকে বেরিয়ে যান তাঁরা। অবশ্য সেখান থেকে কী কী পেয়েছেন তাঁরা, সে বিষয়ে মুখ খুলতে চাননি ফরেনসিক বিশেষজ্ঞরা। শনিবার সিবিআই হেফাজতে বগটুইয়ের ১১ জন বাসিন্দাকে পুড়িয়ে মারার ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর মামলা উঠেছিল। সেই মামলায় সিআইডি’র ডিআইজিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, এই ঘটনার আরও গভীরভাবে তদন্ত করতে হবে। তারপরেই বড়দিনের দিন বগটুইয়ে ফরেনসিক দল পাঠাল সিআইডি।
এদিকে গত ১২ ডিসেম্বর সিবিআই–এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু ঘিরে রহস্যের দানা বাঁধে। লালনের মৃত্যুতে সিবিআইয়ের দিকে অভিযোগের আঙুল তুলে পুলিশের কাছে অভিযোগ জানান তাঁর স্ত্রী রেশমা বিবি। স্বামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুনের অভিযোগ করেন তিনি। অবশ্য লালনের মৃত্যুর পরদিনই আদালতের নির্দেশে ওই বাড়ির সিল খুলে দেয় সিবিআই।
অন্যদিকে এই ঘটনার বিচার চেয়ে রামপুরহাট আদালতে মামলা দায়ের করেছিলেন লালনের স্ত্রী। সেই মামলার তদন্ত করতে এদিন লালন শেখের বাড়িতে আসে ফরেনসিকের চার সদস্যের একটি বিশেষজ্ঞের দল। সিবিআই–এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে লোড টেস্ট করেন রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তদন্তকারী আধিকারিকরা। মৃতের সম ওজনের কাঠামো ব্যবহার করে পরীক্ষা করা হয়। সূত্রের খবর, মূলত একদফা লোড টেস্ট করা হয়েছিল। এদিন লালন শেখের বাড়িতে এসে ফরেনসিকের চার সদস্যের দল আরও কিছু তথ্য নেয়।