বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ঝলসে গিয়েছে জাকির হোসেনের পা, SSKM-এ দেখতে গেলেন মমতা, তদন্তে CID

ঝলসে গিয়েছে জাকির হোসেনের পা, SSKM-এ দেখতে গেলেন মমতা, তদন্তে CID

এসএসকেএমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্য এএনআই)

এমনকী ঘটনাস্থল নিমতিতায় যাচ্ছেন সিআইডি আধিকারিক এবং ফরেনসিক দল।

মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার তদন্তভার নিল সিআইডি। নিমতিতায় যাচ্ছে সিআইডি আধিকারিক এবং ফরেন্সিক দল। বিধানসভা নির্বাচন দোরগোড়ায় আসতেই রাজ্যে হিংসা বাড়তে শুরু করেছে। কখনও সে অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো কখনও বিজেপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে মন্ত্রীকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হল কেন?‌ তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী এই ঘটনার পিছনে কার হাত রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে বোমার আঘাতে জখম মন্ত্রী জাকির হোসেনকে আজ নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ–পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্প্লিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে বাঁ–পায়ের নীচের অংশ। গোড়ালির হাড় ভেঙেছে। ঝলসে গিয়েছে পায়ের অনেকটা অংশ এবং উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। জাকিরকে দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, কলকাতায় আসবেন বলে বুধবার রাতে রওনা হয়েছিলেন জাকির। নিমতিতা থেকে তাঁর তিস্তা–তোর্সা এক্সপ্রেস ধরার কথা ছিল। গাড়ি থেকে নেমে হেঁটে তিনি ২ নম্বর প্ল্যাটফর্মেও যান। তখন জাকিরকে ঘিরে ছিলেন দলীয় কর্মী, সমর্থক এবং অনুগামীরা। মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করছিলেন কয়েকজন। সেই ভিডিয়োতে ধরা পড়েছে, রাজ্যের মন্ত্রীর উপর বোমা হামলার দৃশ্য। দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে কর্মী–সমর্থক নিয়ে হেঁটে যাচ্ছেন জাকির। জয়ধ্বনির পাশাপাশি দলীয় স্লোগান চলছিল। আচমকা ভিডিও জুড়ে প্রবল বিস্ফোরণ। ঘটনার আকস্মিকতা কাটতেই দেখা যায়, এদিক–ওদিক ছড়িয়ে ছিটিয়ে সকলে। রক্তাক্ত স্টেশন প্ল্যাটফর্ম।

স্টেশন চত্বরে বোমা রাখা ছিল কিনা, তা আজ (বৃহস্পতিবার) সিআইডির ফরেন্সিক দল তদন্ত করে দেখবে। যে প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে, সেখানে কোনও সিসিটিভি নেই। সেই সুযোগ নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। কাজেই তথ্য জোগাড় করতে সময় লাগবে। বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে তদন্তে যায় বম্ব স্কোয়াডও।

এই ঘটনা নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘মন্ত্রী জাকির হোসেনের উপর হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের দল যাচ্ছে।’‌ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর উপর পূর্ব পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘জাকির তৃণমূল কংগ্রেসে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। পরিশ্রম এবং বুদ্ধির জোরে একজন প্রতিষ্ঠিত শিল্পপতি এবং মানুষের বন্ধু। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত।’‌

বাংলার মুখ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.