বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CID Team At Asansol: আসানসোলে শ্যুটআউট কাণ্ডের তদন্তভার নিল সিআইডি, হোটেলে পৌঁছল টিম

CID Team At Asansol: আসানসোলে শ্যুটআউট কাণ্ডের তদন্তভার নিল সিআইডি, হোটেলে পৌঁছল টিম

তদন্তভার নিল সিআইডি।

এই ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম। গোটা এলাকা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীর মধ্যে একজন হেলমেট পরে থাকতে দেখা যায়। তাদের খোঁজে তল্লাশিও শুরু করা হয়েছে। পুলিশ কমিশনারের দাবি, দুষ্কৃতীরা রীতিমতো আটঘাঁট বেঁধে এসেছিল।

আসানসোলে হোটেল ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। আজ শনিবার সিআইডি’‌র এক প্রতিনিধিদল আসানসোলের মিরা হোটেলে এসে পৌঁছল তদন্ত করতে। পুলিশ লাইনের পাশেই হোটেলে ঢুকে মালিককে পরপর গুলি করে খুন করা হয়। আর ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা দুই দুষ্কৃতী। খুনের পর দুষ্কৃতীরা ভিনরাজ্যে পালিয়ে যেতে পারে বলে সন্দেহ পুলিশের। তাই ঝাড়খণ্ড সীমানায় চলছে ব্যাপক নাকা তল্লাশি।

শুক্রবার ভরসন্ধ্যায় আসানসোলের জনবহুল এলাকায় এক হোটেলে ঢুকে মালিককে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। নিহতের নাম অরবিন্দ ভগৎ। পেশায় ব্যবসায়ী। তাঁর গায়ে চারটি গুলি লাগে। শুক্রবার আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ের অদূরে অবস্থিত ওই বিলাসবহুল হোটেলটি। ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০ মিটার দূরত্বে রয়েছে পুলিশ ফাঁড়ি এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। সেখানে এমন ঘটনা কী করে ঘটল?‌ তদন্ত করছে সিআইডি।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, নিজের হোটেলেই রিসেপশনের সামনে বসেছিলেন অরবিন্দবাবু। হঠাৎ দুই দুষ্কৃতী সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তার জেরে ঝাঁঝরা হয়ে যায় হোটেল মালিকের শরীর। তাঁর পেটে দু’টি, বুকে ও কাঁধে একটি করে বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে হোটেল মালিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পরিষ্কার। যদিও শেষমেশ তাঁকে বাঁচানো যায়নি।

তারপর ঠিক কী ঘটল?‌ এই ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম। গোটা এলাকা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীর মধ্যে একজন হেলমেট পরে থাকতে দেখা যায়। তাদের খোঁজে তল্লাশিও শুরু করা হয়েছে। পুলিশ কমিশনারের দাবি, দুষ্কৃতীরা রীতিমতো আটঘাঁট বেঁধে এসেছিল। কোন সময়ে অরবিন্দবাবু হোটেলের রিসেপশনের সামনে বসে থাকেন, সেটাও তারা জানত। একাধিকবার ঘটনাস্থলে রেইকিও করে গিয়েছে দুষ্কৃতীরা। এই তদন্ত রিপোর্ট আজ সিআইডির হাতে তুলে দেওয়া হয় বলে সূত্রের খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 1 ওভার শেষে India A-র স্কোর 4/0 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.