কল্যাণী এইমস হাসপাতালে নিয়োগ দুর্নীতি। আর এই অভিযোগ উঠেছে বিজেপির বিধায়ক থেকে সাংসদদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই নিজেদের লোককে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছিল। এমনকী একবার এলাকার মানুষজন বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিলেন। এবার এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের বাড়িতে এল সিআইডি’র টিম।
ঠিক কী ঘটেছে চাকদায়? আজ, বুধবার সিআইডির চারজনের একটি প্রতিনিধিদল বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের বাড়িতে আসে। বিজেপি বিধায়কের পুত্রবধূকে বেআইনি পথে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল সিআইডি টিমের। তবে সূত্রের খবর, আগাম খবর পেয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলেন তাঁরা। কেউ ছিলেন না।
ঠিক কী অভিযোগ উঠেছে? অভিযোগ, বঙ্কিমচন্দ্র ঘোষ নিজের প্রভাব খাটিয়ে পুত্রবধূ অনুসূয়া ঘোষকে কল্যাণী এইমস হাসপাতালে চাকরি পাইয়ে দিয়েছেন। একই অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার বিরুদ্ধে। তিনি তাঁর মেয়েকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। তাই এই দু’জনকে নোটিশ পাঠায় সিআইডি। আর নোটিশ এড়াতেই এই জিজ্ঞাসাবাদের পদক্ষেপ।
উল্লেখ্য, এই বিধায়করা নিজেদের পরিবারের লোকজনকে চাকরি পাইয়ে দিয়েছে বলে অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকী একবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের গাড়ি পর্যন্ত ঘেরাও করা হয়েছিল। স্থানীয়দের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। কল্যাণী এইমসে নিয়োগ নিয়ে দুর্নীতি নিয়ে মুর্শিদাবাদের এক ব্যক্তি কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই তদন্তে নামে সিআইডি।