দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন অয়ন মণ্ডল। সেই বাড়ি থেকে আর জীবিত অবস্থায় বের হতে পারেননি তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল তাঁর জীবন। জানা গিয়েছে, বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় নিজের এক বন্ধুকে ‘পাহারা’ দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল অয়ন। অয়নের সেই বন্ধু রাজু প্রামাণিক ওরফে টাবলু দাবি করে অয়নকে তাঁর বান্ধবীর মা বুকে ঘুষি মেরেছিল। পাশাপাশি তাঁর আরও দাবি, ভোররাত পর্যন্ত বেঁচে ছিল অয়ন।
সংবাদমাধ্যকে রাজু বলেন, ‘বান্ধবীর মা ডেকেছিল বলে দশমীর দিন রাত সাড়ে ৯টা নাগাদ অয়ন বান্ধবীর বাড়িতে পৌঁছয়। যাওয়ার আগে আমাকে বাড়ির বাইরে নজর রাখতে বলে যায়। বান্ধবীর বাবা বাড়ির দিকে আসছে কি না তা দেখে তাঁকে তা জানাতে বলে অয়ন। এর পর বান্ধবীর বাড়ি থেকে বার বার আমাকে ফোন করেছিল অয়ন।’
রাজু আরও বলে, ‘মাঝেমাঝেই আমাকে ফোন করে জানছিল, বান্ধবীর বাবা বাড়ির দিকে আসছে কি না। রাত দেড়টা নাগাদ ফোন করে অয়ন বলে, বান্ধবীর মা বুকে ঘুষি মেরেছে। বুকে ব্যথা করছে। এর মাঝেই বাড়িতে ফেরে বান্ধবীর বাবা। অয়ন তাই আটকে যায় বাড়িতেই। বাড়ির ছাদে উঠে যায়। বান্ধবীর বাড়ির ছাদ থেকে ও আমাকে হাতও নাড়ে। ৩টের পর আমার সঙ্গে ওর শেষ বার ফোনে কথা হয় ওর।’
পরের দিন সকালে অয়নের নিখোঁজ হওয়ার খবর পেয়ে রাজু তাঁর বাড়িতে যায়। গিয়ে রাজু সেখানে অয়নের বান্ধবীকে দেখতা পায়। সেই সময় অয়নের বান্ধবী দাবি করেন যে রাত আড়াইটে নাগাদ অয়ন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এরপরই রাজুর সন্দেহ হয় বিষয়টি নিয়ে। পরে অয়নের মৃতদেহ উদ্ধার হয়। রাজুর আফসোস, ‘বন্ধুদের নিয়ে সদলবলে অয়নকে উদ্ধার করতে গেলে এমন ঘটনা ঘটত না।’