বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রণক্ষেত্র বসিরহাট স্টেশন, বন্দুক নিয়ে RPF-র উপর চড়াও বস্তিবাসী, চোট ৪ কর্মীর

রণক্ষেত্র বসিরহাট স্টেশন, বন্দুক নিয়ে RPF-র উপর চড়াও বস্তিবাসী, চোট ৪ কর্মীর

যুদ্ধক্ষেত্র বসিরহাট স্টেশন, বন্দুক নিয়ে RPF-এর উপর চড়াও বসতিবাসী (ছবি সৌজন্যে ইউটিউব)

দোলের দিন সরকারি জমি বেদখলকে ঘিরে আরপিএফ জওয়ানদের উপর চড়াও হয় স্থানীয় বসতিবাসীরা।

রেলের জমি বেদখল ঘিরে রণক্ষেত্রে পরিণত হল বসিরহাট স্টেশন চত্বর। ঘটনায় চার আরপিএফ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, গতকাল আরপিএফ জওয়ানদের উপর চড়াও হয় স্থানীয় বসতিবাসীরা। সরকারি জমি বেদখলকে ঘিরে বিবাদের সূত্রপাত বলে জানা যায়। এই বিষয়ে শিয়ালদার উচ্চপদস্থ সুরক্ষা কমিশনার ইব্রাহিম শরিফ জানান, আচমকা স্থানীয়রা রিভলভার, লাঠি নিয়ে এক আরপিএফ কনস্টেবলের উপর চড়াও হয়। সেই সময় সেই কনস্টেবলকে বাঁচাতে এসে জখম হন আরও চারজন আরপিএফ কর্মী।

স্টাফ কোয়ার্টারের সামনে ডিউটি করছিলেন আরপিএফের দুই কনস্টেবল । সেই সময় তাঁদের উপর হঠাৎই চড়াও হয় একদল যুবক। অভিযোগ, ওই দুই কর্মরত কনস্টেবলকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এদিকে আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট রেল স্টেশনের আরপিএফের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিনয় রায়। অভিযোগ সেই সময় স্থানীয় বসতিবাসীরা চার রাউন্ড গুলি চালায়। এদিকে স্থানীয়দের হামলায় গুরুতর ভাবে মাথায় চোট পান এসআই বিনয় রায় ও কনস্টেবল রাম প্রতাপ প্যাটেল। তাঁদের বসিরহাট সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। তাছাড়া বিকাশ কুমার যাদব ও এমকে জাহাঙ্গির নামক আরও দুই আরপিএফ কর্মী চোট পান। তাঁদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। অবশ্য কোনও আরপিএফ কর্মী গুলিবিদ্ধ হননি বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরপরই আরপিএফ-এর সিনিয়র কমান্ড্যান্ট এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা বসিরহাট পৌঁছান। এদিকে এই সময় বসতিবাসীরা উল্টে আরপিএফ-এ বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন স্থানীয় মহিলারা। জানা গিয়েছে, এই ঝামেলার আগে রেলের জমিতে একটি কাঠামো তৈরির চেষ্টা হলে তাতে বাধা দেয় আরপিএফ। এরপরই নাকি একদল যুবক রং মেখে আরপিএফ বারাকের সামনে এসে আরপিএফ-এর উপর চড়াও হয়। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি আরপিএফও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই ঘটনার।

বন্ধ করুন