বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্মারকলিপি প্রদান ঘিরে TMCP - AVBP সংঘর্ষ, উত্তপ্ত গোবরডাঙা হিন্দু কলেজ

স্মারকলিপি প্রদান ঘিরে TMCP - AVBP সংঘর্ষ, উত্তপ্ত গোবরডাঙা হিন্দু কলেজ

শুক্রবার গোবরডাঙা হিন্দু কলেজে TMCP - ABVP সংঘর্ষের মুহূর্ত। 

মিছিল করে কলেজে প্রবেশের সময় তাদের বাধা দেয় TMCP সমর্থকরা। বাধা পেরিয়ে এগোতে গেলে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়।

স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে সংঘর্ষে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা হিন্দু কলেজ। এদিন দুপক্ষের সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে আপাত শান্ত শহর গোবরডাঙায়। 

এবিভিপির দাবি, সম্প্রতি তাঁদের ২ সমর্থককে কলেজে মারধর করে গোবরডাঙা হিন্দু কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সমর্থক। এর প্রতিবাদে শুক্রবার কলেজে ও গোবরডাঙা থানায় স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল তাদের। থানায় স্মারকলিপি দিয়ে মিছিল করে কলেজে প্রবেশের সময় তাদের বাধা দেয় TMCP সমর্থকরা। বাধা পেরিয়ে এগোতে গেলে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। 

তৃণমূল ছাত্র পরিষদের দাবি, শুক্রবার কলেজে পরীক্ষা চলছিল। এর মধ্যে মিছিল করে শোরগোল করতে বারণ করা হয় ABVP-কে। কিন্তু সেকথা শোনেনি তারা। কলেজে ঢুকে ABVP সমর্থকরা TMCP সমর্থক ছাড়াও সাধারণ ছাত্রদের মারধর করেছে বলে অভিযোগ। এমনকী বাদ যাননি কলেজের কর্মীরাও। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেলও। 

ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় গোবরডাঙা স্টেশনে একটি পথসভা করে তৃণমূল। সেখানে গোবরডাঙা পৌরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান সুভাষ দত্ত বলেন, যে করেই হোক এই গুন্ডাদের গোবরডাঙায় রুখতে হবে। 

পালটা বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় ফোনে জানিয়েছেন, গোবরডাঙা হিন্দু কলেজ তৃণমূলের গুন্ডাদের আখড়া হয়েছে। সেখানে বেশ কিছু গুন্ডাকে কলেজ কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ আমাদের ছেলেরা সেখানে ডেপুটেশন দিতে গেলে তৃণমূল আশ্রিত গুন্ডারা তাদের ওপর হামলা চালায়। তাতে আমাদের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন। রাতে পুলিশি তল্লাশির নামে আমাদের সমর্থকদের ওপর পুলিশি অত্যাচার হতে পারে বলে খবর পাচ্ছি। পশ্চিমবঙ্গে গণতন্ত্র চর্চার পরিসর নেই তা আজ ফের প্রমাণিত হল।

 

বাংলার মুখ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.