দুর্গাপুজোর বিসর্জন। আর সেই বিসর্জনকে কেন্দ্র করে তুমুল অশান্তি কৃষ্ণনগরে। পুজো কমিটির এক সদস্যের সঙ্গে স্থানীয় কয়েকজন বাসিন্দার বচসাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। রাধানগর শিব মন্দির বারোয়ারির সদস্যরা ঠাকুর বিসর্জন করতে গিয়েছিলেন। সেই সময়ই কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় তুমুল অশান্তি হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুরু হয়ে যায় তুমুল অশান্তি। এরপর দুপক্ষের মধ্যে ইঁটবৃষ্টি শুরু হয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুজন যুবক আহত হয়েছেন। আহত দুই যুবকের বাড়ি কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায়।
এদিকে কৃষ্ণনগরে এই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে অশান্তি বিশাল আকার ধারন করার আগেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে কেন এই অশান্তি হল তা নিয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে রাত পর্যন্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে মানুষ জগদ্ধাত্রী পুজো দেখতে কৃষ্ণনগরে যান। সেক্ষেত্রে এবারের দুর্গাপুজোর শোভাযাত্রায় গণ্ডগোলকে কেন্দ্র করে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। বাসিন্দারা চান আগামী দিনে যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেটা দেখতেই হবে।