বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Birbhum: কেষ্টর খাসতালুকে অভিষেক বেরিয়ে যেতেই ব্যালট লুঠ করে দৌড় টিএমসির, নবজোয়ারে মারপিট

Birbhum: কেষ্টর খাসতালুকে অভিষেক বেরিয়ে যেতেই ব্যালট লুঠ করে দৌড় টিএমসির, নবজোয়ারে মারপিট

বীরভূমে নবজোয়ারে বিশৃঙ্খলা। 

দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ওটা ঝামেলা নয়। সবাই জানে তৃণমূলের মনোনয়ন পাওয়া মানে জয়ী হয়ে যাওয়া। একাধিক দাবিদার রয়েছে। এনিয়ে চিন্তার কোনও কারণ নেই।

বীরভূমে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বেরিয়ে যাওয়ার পরেই তুমুল বিশৃঙ্খলা শুরু হল মঙ্গলবার সন্ধ্যায়। কার্যত ব্যালট বাক্স লুঠ করার অভিযোগ তৃণমূলের একাংশের বিরুদ্ধে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি। আর তাঁরই খাসতালুক বীরভূমের মুরারইতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নবজোয়ার কর্মসূচি। সেখানে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বেরিয়ে যেতেই শুরু হয়ে গেল কার্যত মল্লযুদ্ধ। সেই মারপিটকে ঘিরে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ।

তবে দলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ওটা ঝামেলা নয়। সবাই জানে তৃণমূলের মনোনয়ন পাওয়া মানে জয়ী হয়ে যাওয়া। একাধিক দাবিদার রয়েছে। এনিয়ে চিন্তার কোনও কারণ নেই।

কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এদিন মুরাইতে মারপিটের ছবি দেখে চিন্তিত অনেকেই। দলের ভোটেই যদি নিজেদের মধ্য়ে এমন মারপিট হয় তবে আগামী দিনে কী হবে এটা ভেবেই অনেকের স্নায়ুর চাপ বাড়ছে।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তৃণমূল মানেই মারপিট। সেটাই এবার প্রকাশ্য়ে আসছে। এটাই নয়া তৃণমূল।

সূত্রের খবর, এদিন মুরারাইতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নবজোয়ার কর্মসূচি ছিল। সেখানে হাজির ছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। ভোটদান নিয়ে দলের নেতা কর্মীদের অভিষেক সচেতন করেন। তখন রীতিমতো হাততালি দিয়েছিলেন তৃণমূল কর্মীরা। কিন্তু অভিষেক বেরিয়ে যেতেই শুরু হয়ে গেল মারপিট। ব্যালট লুঠ করে ছুটতে শুরু করেন কয়েকজন তৃণমূল কর্মী। তাদের আবার ধরে ফেলেন অন্যরা। একেবারে ঝাঁপিয়ে পড়েন তারা। শুরু হয়ে যায় মারাত্মক মারপিট। ব্যালট নিয়ে কাড়াকাড়ি। দলের একাংশের মতে, যে নাম দেওয়া হয়েছিল সেই তালিকা নেই। একেবারে অন্য় তালিকা। এই তালিকা মানব না।

এদিকে প্রতিবারই পঞ্চায়েত ভোটে অশান্তি হয় বীরভূমে। তবে এদিনের ছবি দেখে অনেকেরই দাবি এদিন পঞ্চায়েত ভোটের অশান্তির মহড়া হয়ে গেল। আগামী দিনে কী হতে পারে তা সহজেই অনুমান করা যাচ্ছে।

তবে এদিনই প্রথম নয়, যেদিন নবজোয়ার শুরু হয়েছিল সেদিন থেকেই ঝামেলার সূত্রপাত। কোচবিহারের একাধিক জায়গায় মারপিট হয়েছিল। মুর্শিদাবাদেও তুমুল মারপিট হয়। সামাল দিতে রীতিমতো নাজেহাল হয়ে যায় পুলিশ। নিজেদের মধ্যে কেন এই মারপিট তা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। পছন্দের প্রার্থী কেন নেই তালিকায় তা নিয়েই অশান্তি সর্বত্র। তা একেবারে লাগামছাড়া হয়ে যাচ্ছে একাধিক জেলায়। সুশৃঙ্খলতার নাম মাত্র নেই।

 

বন্ধ করুন