বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Class 11 Admission: মাধ্যমিকের ফলপ্রকাশের একদিনের মধ্যে একাদশের ভরতি শেষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে

করোনা আবহে অনলাইনে পরীক্ষা নিয়েই একাদশে ভরতি প্রক্রিয়া দ্রুত শেষ করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। গতকাল মাধ্যমিকে ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু মাধ্যমিকে ফল প্রকাশের আগেই অনলাইনে পরীক্ষা নেওয়ার কাজ সেরে রেখেছিল মিশন কর্তৃপক্ষ। সেই কারণে ফল প্রকাশের এক দিনের মাথায় মিশন কর্তৃপক্ষ জানিয়ে দিল, চলতি বছরে একাদশ শ্রেণিতে ভরতি প্রক্রিয়া শেষ।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণিতে ১২০টি আসন রয়েছে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগেই মিশনের তরফে নবম শ্রেণির ফলাফলের ভিত্তিতে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার পর সেই ফলাফলের ভিত্তিতে ইন্টারভিউও হয়। ফলে একাদশ শ্রেণিতে ভরতি প্রক্রিয়ার কাজ মাধ্যমিকে ফল প্রকাশের আগেই শেষ করে রেখেছিল মিশন কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে মিশনের প্রধান শিক্ষক তুরীয় চৈতন্য মহারাজ জানান, ‘‌আমরা ভরতি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু করে দিয়েছি। আর কাউকে ভরতি নেওয়া হবে না।’‌ উল্লেখ্য, চলতি বছর ১২৯ জন পরীক্ষার্থী মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল নরেন্দ্রপুর রামকৃ্ষ্ণ মিশন থেকে। প্রত্যেকেই ৭৫ শতাংশ নম্বর পেয়েছে। তবে এবারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণিতে মিশনের ৫০ জন ছাড়াও বাইরের ৭০ জন ভরতির সুযোগ পেয়েছেন।

এদিকে নরেন্দ্রপুরের মতো রহড়া রামকৃষ্ণ মিশনও একই পথে হেঁটেছে। রহড়া রামকৃষ্ণ মিশনেও বিজ্ঞান বিভাগে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। রহড়া রামকৃষ্ণ মিশনেও অনলাইনে পরীক্ষা নিয়ে ভরতি পরীক্ষা শেষ হয়েছে। আগামী ২২ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে শুরু হয়ে যাবে।

বন্ধ করুন