পশ্চিমবঙ্গের সমস্ত সরকার ও সরকার-পোষিত স্কুলে একাদশ শ্রেণির ইংরেজির সিলেবাস একই নাও হতে পারে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে নয়া পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে, সেটা অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম এবং দ্বিতীয় সেমেস্টারে ইংরেজিতে (দ্বিতীয় ভাষা) নতুন গদ্য (Prose) এবং ‘র্যাপিড রিডার’-র ক্ষেত্রে কয়েকটি নতুন টপিক যুক্ত করা হয়েছে। আর তার মধ্যে থেকে কোনগুলি পড়ানো হবে, সেটি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেই ঠিক করতে বলেছে সংসদ। অর্থাৎ একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে যেমন চারটি গদ্য রাখা হয়েছে। সেখান থেকে তিনটি বেছে নিতে হবে। দ্বিতীয় সেমেস্টারে ‘র্যাপিড রিডার’-এ পাঁচটি রয়েছে। সেখানে স্কুল কর্তৃপক্ষকে তিনটি বেছে নিতে হবে।
প্রথম সেমেস্টারে গদ্যের ক্ষেত্রে নিয়ম
একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে ইংরেজিতে (দ্বিতীয় ভাষা) নতুন গদ্য (Prose) হিসেবে অস্কার ওয়াইল্ডের লেখা ‘The Model Millionaire'-কে যুক্ত করা হয়েছে। সেইসঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে যে ‘দ্য মডেল মিলিনেওয়ার' যুক্ত করার ফলে মোট গদ্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। আর সেই চারটির মধ্যে স্কুল কর্তৃপক্ষ যে কোনও তিনটি গদ্য বেছে নিতে পারবে এবং ছাত্রছাত্রীদের পড়াতে পারবে। আর কোন তিনটি গদ্য বেছে নেওয়া হবে, সেটা সেমেস্টার শুরুর আগেই জানাতে হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।
প্রথম সেমেস্টারে ‘র্যাপিড রিডার’-র ক্ষেত্রে নিয়ম
‘র্যাপিড রিডার’-এ দুটি নয়া টপিক যুক্ত করা হয়েছে - কেট চোপিনের লেখা ‘The Story of an Hour’ এবং সাকির লেখা ‘The Open Window’। তার ফলে ‘র্যাপিড রিডার’-এ মোট টপিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। সেটির মধ্যে থেকে তিনটি বেছে নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
দ্বিতীয় সেমেস্টারে গদ্যের নিয়ম
প্রথম সেমেস্টারের মতো দ্বিতীয় সেমেস্টারেও একটি গদ্য যোগ করা হয়েছে। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ‘The Fly’ যোগ করেছে সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, যে পাঁচটি গদ্য আছে, তা মধ্যে কোন তিনটি পড়ানো হবে, সেটি স্কুল কর্তৃপক্ষকে বেছে নিতে হবে।
দ্বিতীয় সেমেস্টারে ‘র্যাপিড রিডার’-র নিয়ম
‘At School (1) - Extract from Netaji’s Life and Writings - Part - I - Autobiography of Subhas Chandra Bose, Chapter - 4' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘The Parrot’s Tale’ যুক্ত করা হয়েছে। ফলে মোট ‘র্যাপিড রিডার’-র সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। সেখান থেকে তিনটি বেছে নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আর জানাতে হবে পড়ুয়াদের।
আর সংসদের সেই নয়া নিয়মের বিষয়টি ব্যাখ্যা করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘একাদশ শ্রেণির ইংরেজির ক্ষেত্রে কয়েকটি টপিক যোগ করে বিদ্যালয়েগুলিকে পছন্দ মতো তিনটি টপিক বেছে নেওয়ার কথা বলা হয়েছে। ফলে স্কুলগুলি কঠিন এবং বড় চ্যাপ্টার (অধ্যায়) বাদ দেওয়ার সুযোগ পাবে। সারা রাজ্যে একাদশ শ্রেণিতে একই ধরনের সিলেবাস থাকবে না।’
ইংরেজির ক্ষেত্রে সিলেবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন
১) ইংরেজির (দ্বিতীয় ভাষা) চতুর্থ সেমেস্টারে আর 'প্রেসি রাইটিং' থাকছে না। তার পরিবর্তে রচনা (১৫০ শব্দ) বা ইমেল এবং ব্লগ লেখা থাকবে।
২) ইংরেজিতে (প্রথম ভাষা) আবার রচনা তুলে দেওয়া হয়েছে। পরিবর্তে 'সাবট্যান্স রাইটিং' (Substance Writing) এবং 'ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন' (Critical Appreciation) লিখতে হবে।