বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উস্তির হস্টেলে নির্যাতন ছাত্রের উপর, রক্তাক্ত অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে

উস্তির হস্টেলে নির্যাতন ছাত্রের উপর, রক্তাক্ত অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে

নির্যাতনের শিকার হল ১৪ বছরের ছাত্র।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রটিকে। ছাত্রের পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।

এবার হস্টেলের মধ্যে নির্যাতনের শিকার হল ১৪ বছরের ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তির একটি বেসরকারি স্কুলে। এই ছাত্রের উপর কে বা কারা নির্যাতন করেছে তা এখনও জানা যায়নি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছাত্রটিকে। তার নাক ও কান দিয়ে রক্ত বেরোচ্ছিল। আঘাত লেগেছে চোখে এবং পুরুষাঙ্গেও। গলায় কালশিটের দাগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রটিকে। ছাত্রের পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত।

ঠিক কী ঘটেছে হস্টেলে?‌ জানা গিয়েছে, উস্তির মালঞ্চ মিশন উচ্চমাধ্যমিক আবাসিক স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে ছাত্রটি। এখানে থেকেই পড়াশোনা করত সে। এই হস্টেলের একটি ঘরে একসঙ্গে ২০ জন ছাত্র থাকে। ৩০ মার্চ রাতে ছাত্রটির চিৎকার শুনে রুম ইনচার্জ এবং কয়েকজন ছুটে এসে দেখেন ওই ছাত্রের নাক, কান দিয়ে রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যান।

কী জানাচ্ছে ছাত্রের পরিবার?‌ পরিবার সূত্রে খবর, রাতে হস্টেলের রুম ইনচার্জ ছেলেটির অসুস্থতার কথা ফোন করে জানান। ওই ছাত্রের বাবা রঙ্গিলাবাদ পঞ্চায়েতের আলমপুরের বাসিন্দা। পেশায় অটোচালক। তিনি নার্সিংহোমে গিয়ে দেখেন ছেলের ক্ষতবিক্ষত অবস্থা। তারপর অবস্থার অবনতি হলে ছাত্রটিকে নিয়ে আসা হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। এখনও চিকিৎসাধীন ওই ছাত্র।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ মিলেছে। তদন্ত শুরু হয়েছে। তবে ছাত্রের অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত কথা বলা যাচ্ছে না। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আরও কয়েকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। ২০০৬ সালে এই স্কুল স্থাপিত। এমন অভিযোগ এই প্রথম পাওয়া গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হস্টেলের ঘরে সেই রাতে থাকা বাকি ছাত্রদের এবং রুম ইনচার্জকে জেরা করা হচ্ছে।

বন্ধ করুন