বকখালির সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল পঞ্চম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। টিউশন ক্লাস থেকে একসঙ্গে দশজন এসেছিল। স্থানীয় কোচিং সেন্টারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল। গরমের ছুটিতে আনন্দ করতেই তাদের নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেখানেই ঘটে মর্মান্তিক এই ঘটনা।
ঠিক কী ঘটেছে বকখালিতে? স্থানীয় সূত্রে খবর, যে ছাত্রটি তলিয়ে গিয়েছে তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। রবিবার তারা বেড়াতে গিয়েছিল বকখালিতে। স্থানীয় কোচিং সেন্টারের পক্ষ থেকে বেশ কয়েকজন ছাত্রকে ঘুরতে নিয়ে আসা হয়েছিল বকখালিতে। সেখানেই বকখালির সমুদ্রে স্নান করতে নেমেছিল তারা। তখনই নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণির ছাত্র সাকিব লস্কর।
তারপর কী ঘটল সেখানে? এখানে সাকিবকে দেখতে না পেয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে ফ্রেজারগঞ্জ উপকূল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে রাতেই সমুদ্রে তল্লাশি শুরু করা হয়। নিখোঁজ ওই ছাত্রের বন্ধুরা এখন শোকস্তব্ধ। আজ, সোমবার সকালেও তল্লাশি চালানো হয়। কিন্তু এখনও কোনও খোঁজ মেলেনি।
কেন এমন ঘটনা ঘটল? প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সমুদ্রের দিকে বেশি জলে এগিয়ে যাওয়াতেই এমন হয়েছে। বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই পড়ুয়া। তারপরেই জলের তোড়ে ভেসে যায়।ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে ওই ছাত্রের খোঁজ চালানো হচ্ছে। সোমবার সকাল থেকেই জোরকদমে চলছে তল্লাশি। বকখালির সমুদ্রে নামানো হয়েছে স্পিডবোটও।