বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পরীক্ষার হল থেকে বেরিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল নবম শ্রেণির ছাত্র

পরীক্ষার হল থেকে বেরিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ল নবম শ্রেণির ছাত্র

প্রয়াত উৎসব।

ঘটনার সময় ছেলের সঙ্গেই ছিলেন মা। চোখের সামনে একমাত্র ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে জ্ঞান হারান তিনি।

পরীক্ষা দিয়ে স্কুল থেকে বেরিয়েই মৃত্যু হল নবম শ্রেণির ছাত্রের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। কী কারণে ছাত্রের মৃত্যু হল জানতে তদন্তে নেমেছে পুলিশ। ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মা।

জানা গিয়েছে, দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগরের একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল উৎসব চক্রবর্তী। সোমবার স্কুলে তাঁর পরীক্ষা ছিল। অন্যান্য ছাত্রদের সঙ্গে স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিয়েছিল সে। পরীক্ষা শেষ হতে স্কুল থেকে বেরোতেই অসুস্থ হয়ে পড়ে উৎসব। কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞা হারায় সে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার সময় ছেলের সঙ্গেই ছিলেন মা। চোখের সামনে একমাত্র ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে জ্ঞান হারান তিনি। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উৎসবের সহপাঠীরা জানিয়েছে, পড়াশুনোয় খুব মনোযোগী ছিল সে। সোমবার পরীক্ষার হলে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। তাহলে হঠাৎ কী ভাবে ছাত্রের মৃত্যু হল জানতে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।

 

বন্ধ করুন