বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Malda Gangrape: মালদায় ‌শ্রেণিকক্ষে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, তিনজনকে গ্রেফতার করে মামলা দায়ের

Malda Gangrape: মালদায় ‌শ্রেণিকক্ষে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, তিনজনকে গ্রেফতার করে মামলা দায়ের

এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। প্রতীকী ছবি।

এখানে বিদ্যালয়ের মধ্যে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। মালদার গাজল থানা এলাকার ঘটনায় এখন চর্চা তুঙ্গে। আর কিছু মেয়ের অভিভাবকরা স্কুলে পাঠানো নিয়ে আতঙ্কে ভুগছেন। গাজোল থানায় স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 

কয়েকদিন আগে শান্তিনিকেতনে এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার মালদার গাজোলে একটি স্কুলের শ্রেণিকক্ষে এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা এলাকায়। পুলিশে পর্যন্ত অভিযোগ দায়ের হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ঠিক কী অভিযোগ উঠেছে?‌ এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ, গত শনিবার গাজোলের একটি স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে গণধর্ষণ করে তিনজন স্থানীয় যুবক। মেয়েটি অসুস্থ হয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। তখন নির্যাতিতার পরিবার লিখিত অভিযোগ দায়ের করে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আর তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, গণধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ স্থানীয় সূত্রে খবর, এখানে বিদ্যালয়ের মধ্যে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। মালদার গাজল থানা এলাকার ঘটনায় এখন চর্চা তুঙ্গে। আর কিছু মেয়ের অভিভাবকরা স্কুলে পাঠানো নিয়ে আতঙ্কে ভুগছেন। কারণ স্কুলে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গাজোল থানায় স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জেরা করা হচ্ছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ। গাজলের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই নির্যাতিতা। নির্যাতিতাকে স্কুলের দোতলার শ্রেণিকক্ষে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‌৩৭৬ ডিএ আইপিসিতে মামলার দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন