আগামী ফেব্রুয়ারিতে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। কবে সেই পরীক্ষা হবে, তা নির্দিষ্টভাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়নি। সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের উপরেই ছেড়ে দিয়েছে সংসদ। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক স্তরের স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় সংসদের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে উত্তীর্ণ হতে পারেননি বা পরীক্ষা দেননি, তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে। স্কুলগুলি নিজেদের সুবিধা মতো ফেব্রুয়ারির যে কোনও সময় সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে পারবে বলে সংসদের তরফে জানানো হয়েছে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার খুঁটিনাটি বিষয়
১) সংসদের তরফে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক তথা একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য ওএমআর শিট বা উত্তরপত্রের বন্দোবস্ত করতে হবে সংশ্লিষ্ট স্কুলকে।
২) প্রথম সেমেস্টারে প্রশ্নপত্রের ধাঁচ যেমন ছিল, সেরকমভাবেই সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের। তাঁরাই উত্তরপত্রের মূল্যায়ন করবেন।
৩) একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, প্র্যাকটিকাল এবং প্রজেক্টের নম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে স্কুলগুলিকে জমা দিতে হবে। আগামী ১৪ এপ্রিলের মধ্যে স্কুলগুলিকে সেই নম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদ।
সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সীমা
১) সংসদের তরফে জানানো হয়েছে, একাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি পরীক্ষায় সময় মিলবে এক ঘণ্টা ১৫ মিনিট। কয়েকটি বিষয় (ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট) ছাড়া বাকিগুলির ক্ষেত্রে ওই সময় পাবেন পড়ুয়ারা।
২) ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে পড়ুয়ারা ৪৫ মিনিট পাবেন বলে সংসদের তরফে জানানো হয়েছে।
উচ্চমাধ্যমিকের সেমেস্টার প্রক্রিয়া
২০২৪ সাল থেকেই উচ্চমাধ্যমিকে সেমেস্টার প্রক্রিয়া শুরু হয়েছে। একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার এবং দ্বাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার আছে। আগের মতো আর একটি উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকছে না। সেমেস্টার প্রক্রিয়া মিলে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত নম্বর যোগ করা হবে। গত সেপ্টেম্বরে উচ্চমাধ্যমিক তথা একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার ভিত্তিতে এবার সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে ঘোষণা করল সংসদ।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের দু’বছর পর নম্বর বেড়ে লেটার মার্কস, ক্যানসার আক্রান্ত ছাত্রকে বিচার কলকাতা হাইকোর্টের
এমনিতে সেমেস্টারের ভিত্তিতে হওয়া প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২০২৬ সালে। ২০২৫ সালে যে পরীক্ষা হবে, সেটা হবে পুরনো পদ্ধতির মাধ্যমে হওয়া উচ্চমাধ্যমিকের শেষ বছর।