জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এখন আদিবাসী ভোটব্যাঙ্ক। সামনে পঞ্চায়েত নির্বাচন। আর শাসকদলের হাতে আছে উন্নয়নের রিপোর্ট কার্ড। এবার তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় করলেন রাজ্যের বিরোধী দল বিজেপিকে। পশ্চিম মেদিনীপুরের পরে পুরুলিয়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে সুর সপ্তমে চড়ালেন তিনি।
এদিন পুরুলিয়ার পরিষেবা প্রদান ও প্রশাসনিক সভার মঞ্চ থেকেও রাজ্যের গেরুয়া শিবিরের উদ্দেশে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভোট পেয়েও আদিবাসী সমাজের জন্য কোনও কাজ করেনি বিজেপি।’ একই সঙ্গে মানুষের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘পলাশ ফুল থেকে আবির তৈরি করা হচ্ছে। আজই ১ লক্ষ ৫৫ হাজার সরকারি পরিষেবা পাবেন। দুয়ারে সরকারে ৯ কোটির মধ্যে ৭ কোটি আবেদনের সমাধান করা হয়েছে। ৩৯ হাজার পড়ুয়া পাবেন সবুজ সাথী সাইকেল। নতুন করে ২২ হাজার লক্ষীর ভাণ্ডার পাবেন।’
এদিকে আদিবাসী ভোট পেতে বিজেপি নেতারা কথা বললেও কাজ করে না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এদিন মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বিজেপিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, ‘আমরা পুরুলিয়া জেলা থেকে সাংসদও পায়নি। বিধায়ক পেয়েছি মাত্র দু’জন। কিন্তু তবু আমরা আপনাদের ভালবাসি। এখানে উন্নয়নের কাজ থমকে থাকেনি। বরং কাজ হয়েছে। বিজেপি আদিবাসীদের জন্য কোনও কাজ করেনি। আমরা সবার জন্য কাজ করি। পুরুলিয়ায় জল প্রকল্প রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ। তাই ২০২৪ সালের মধ্যে জল প্রকল্পের কাজ সম্পন্ন হবে। কুড়মি–সহ জনজাতিদের উন্নয়নে কাজ হয়েছে।’
অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে তিনি কোনও কাজ না করার অভিযোগ করেন। তাঁর কথায়, ‘একদিন যারা বলেছিল বিজেপিকে ভোট দিন, সব কাজ করে দেব। তাদের দেখা নেই। বিজেপি আদিবাসী সমাজের জন্য কোনও কাজ করেনি। একটা কাজও করেনি বিজেপি। সব আমরা করেছি। মানুষকে সমস্ত সাহায্য আমরাই করছি। কারণ এটা আমাদের দায়বদ্ধতা। কুর্মী ও রাজবংশী ভাষাকে আমি স্বীকৃতি দিয়েছি। দেড় কোটি সাঁওতাল ছেলে–মেয়েকে স্কলারশিপ দেওয়া হয়েছে। স্কলারশিপে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ১৮ থেকে ৪৫ বছর ছেলে–মেয়েদের জন্য ৫ লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে। রাজ্য সরকার গ্যারেন্টার হবে। পড়ুয়ারা ঋণ পাবেন। বিজেপির কিছু ভাড়া করা লোক উস্কানি দেয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup